মুম্বই: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের পর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও (IND vs SA ODI) খেলবে ভারত। সেই ওয়ান ডে সিরিজের জন্য দল ঘোষণা করল ভারতীয় নির্বাচক কমিটি। ভারতীয় দলের সিংহভাগ তারকারা ওয়ান ডে সিরিজের সময়ে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় চলে যাবেন। তাই ওয়ান ডে দলে বেশ কিছু রদবদল এবং নতুন মুখ দেখার সম্ভাবনা ছিলই। হলও তাই। প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন রজত পতিদার (Rajat Patidar) ও বাংলার মুকেশ কুমার (Mukesh Kumar)।


একগুচ্ছ নতুন মুখ


ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশের পতিদার ও মুকেশ কুমার, উভয়ই দুর্দান্ত ফর্মে রয়েছেন। চলতি ইরানি ট্রফির ম্যাচে প্রথম ইনিংসে চার উইকেট নিয়েছেন মুকেশ কুমার। তাঁর বোলিংয়ের ফলেই সৌরাষ্ট্রে মাত্র ৯৮ রানে অল আউট হয়ে যায়। অপরদিকে, সদ্যই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ হওয়া সিরিজে ভারতীয় 'এ' দলের হয়ে নিজের অভিষেকেই শতরান করেছিলেন পতিদার। সেই সিরিজেই আবার ভারত 'এ'-র হয়ে সর্বাধিক উইকেট নিয়েছিলেন মুকেশ। তাই সাম্প্রতিক ফর্মের ভিত্তিতেই এই দুইজনকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হল।


অবশ্য মুকেশ কুমার, রজত পতিদাররা একা নন, ভারতের হয়ে এখনও কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেননি এমন আরও ক্রিকেটারদের নাম রয়েছে এই স্কোয়াডে। চলতি দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় স্কোয়াডে রয়েছেন বাংলার শাহবাজ আহমেদ। তবে তিনি এখনও জাতীয় দলের হয়ে একটি ম্যাচ খেলার সুযোগ পাননি। শাহবাজের মতো অতীতে ভারতীয় স্কোয়াডে ছিলেন রাহুল ত্রিপাঠীও। আয়ার্ল্যান্ড, জিম্বাবোয়ে সফরে তিনি ভারতীয় দলের সদস্য ছিলেন। তবে তিনিও এখনও জাতীয় দলের জার্সি গায়ে নিজের অভিষেক ঘটাননি। তাঁকেও আসন্ন ওয়ান ডে সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। 


 






নেতৃত্বে শিখর


এছাড়া ভারতের হয়ে শেষ দুই ওয়ান ডে সিরিজে সেরা হওয়া শুভমন গিল যথারীতি দলে রয়েছেন। বিশ্বকাপ দলে সুযোগ না পেলেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে সুযোগ পেয়েছেন সঞ্জু স্যামসন। শ্রেয়স আইয়ার এবং দীপক চাহারকেও এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। তাঁরা বিশ্বকাপে ভারতের মূল স্কোয়াডে না থাকলেও, রিজার্ভে রয়েছেন। তাই এই সিরিজ শেষের পরেই তাঁরা অস্ট্রেলিয়া উড়ে যাবেন। রোহিত, রাহুলের অনুপস্থিতিতে যথারীতি ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে শিখর ধবনকে। ৬ অক্টোবর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে নামবে ভারত।


আরও পড়ুন: অনবদ্য বাংলার মুকেশ, ইরানি ট্রফিতে ৯৮ রানে অল আউট সৌরাষ্ট্র