কলকাতা: বলিউডের প্রতিভাময়ী অভিনেত্রী মধ্যে অন্য়তম কাজল। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। গতকালই মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতিক্ষীত ওয়েব সিরিজ 'দ্য ট্রায়াল'। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের চিন্তাভাবনা নিয়ে মুখ খোলেন এই তারকা। কাজল জানান, "আমি আমার জীবনে কখনই 'লোগ কেয়া কাহেঙ্গে (লোকে কি ভাববে)' সেদিকে কর্ণপাত করিনি। আমার মা উৎকৃষ্ট মানের মানুষ ও তিনি আমাকে। সমাজ কী ভাববে সেই ভেবে নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার কথা তিনি আমায় শেখাননি। আমি আমার পরিবার থেকে সবসময় একটা শিক্ষা পেয়েছি যে, নিজের জীবনের দায়িত্ব নিজেকেই নিতে হবে, অন্য় কেউ নয়।'


আরও পড়ুন...


বর্ষার মরশুমে বিভিন্ন সংক্রমণ থেকে দূরে থাকার জন্য প্রতিদিনের জীবনে মেনে চলুন সহজ কিছু নিয়ম


তিনি আরও বলেন, 'অন্য কাউকে জীবনের স্টিয়ারিং দিতে আমি বিশ্বাসী নই। নিজের জীবনের দায়িত্ব নিজেকে নিতে হবে। আপনার কী কাজ করবেন তা সমাজ ঠিক করে দেবে না। আমার দাদি তাঁর ইচ্ছেমন জীবন যাপন করেছেন। আমার মা ও দাদির দুজনেরই জীবন এবং জগৎ সম্পর্কে আশ্চর্যজনকভাবে ভিন্ন মতামত ছিল। আমার মা আক্ষরিক অর্থেই আজ অবধি তাঁর নিজের ইচ্ছেতে জীবন যাপন করেন। আমিও তাঁদের আদর্শেই অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করেছি।'


প্রসঙ্গত, সম্প্রতি 'দ্য় ট্রায়াল'-এর বিষয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, 'আমি বিশ্বাস করি আপনি যেখানেই থাকুন না কেন, যতক্ষণ আপনি নিজের মতামত প্রকাশে কুন্ঠিত বোধ করবেন না, ততক্ষণ আপনার কথা শোনা হবে।' 


উল্লেখ্য়, এই সিরিজে কাজলের চরিত্রের নাম নয়নিকা। এপ্রসঙ্গে তিনি আর বলেন,'আমি সেই দৃশ্যটি পছন্দ করি যেখানে নয়নিকা বসে তার মেয়েকে বলে যে সব ঠিক হয়ে যাবে। এটি সিরিজের এমন একটি মুহূর্ত যেটা আমার সবথেকে ভালবাসার।'


কাজল জানান, "আরেকটা মুহূর্ত আছে, যখন নয়নিকা বিশালের চরিত্রের কাছে যায় এবং তাকে বলে 'আপনি কখনো জিজ্ঞেস করেননি আমি কি চাই, অনুগ্রহ করে আমার জীবনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন না'।  আমি মনে করি এটি নয়নিকার কাছে অন্য়তম অনুপ্রেরণা।  যে সে চায় না অন্য় কেউ তার জীবনের জন্য সিদ্ধান্ত নিক।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial