মুম্বই: বলিউড অভিনেত্রী কাজলের সঙ্গে দীর্ঘ ২৫ বছরের বন্ধুত্বের অবসান নিয়ে নিজের বক্তব্য জানিয়েছিলেন পরিচালক কর্ণ জোহর। এবার এ ব্যাপারে নিজের বক্তব্য জানালেন কাজল। তিনি বলেছেন, এখন তো এসব নিয়ে নীরবতাই সবচেয়ে ভালো। একইসঙ্গে তিনি বলেছেন, কিছু জানানোর কথা মনে করলে তিনি সবাইকে জানিয়েই তা করবেন।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে কাজল বলেছেন, এখন চুপ করে থাকাটাই সঠিক মনে করছি। আর সেটাই আমি করছি। এ ব্যাপারে যদি কখনও আমার মতামত জানাতে চাই, তাহলে তা সর্বসমক্ষেই বলবেন।
প্রাক্তন বন্ধুর সদ্যোজাত যমজ সন্তানকে দেখতে যাওয়ার প্রসঙ্গও এড়িয়ে গিয়েছেন কাজল।
কাজল ও কর্ণ জোহরের সম্পর্কের তিক্ততা চরম আকার ধারণ করে গত বছর। কর্ণের সিনেমা অ্যায় দিল হ্যায় মুশকিল ও কাজলের স্বামী অজয় দেবগনের শিবায় সিনেমার মুক্তির দিন নিয়ে বক্সঅফিসের সংঘাতের রেশ পড়ে ব্যক্তি সম্পর্কেও। দুটি সিনেমার মুক্তির দিন এক হওয়া ঘিরে যে বিতর্ক চলছিল তা বেড়ে যায় একটি ট্যুইট ঘিরে। ওই ট্যুইটে টেলিফোনে কথোপকনের একটি অডিও পোস্ট করা হয়। অভিযোগ, বলিউডের ট্রেড অ্যানালিস্ট কমল আর খান আর অজয় দেবগণের বিজনেস অ্যাসোসিয়েট, প্রযোজক কুমার মঙ্গত পাঠকের কথোপকথন ওই অডিও টেপ। কুমার ফোন করে কেআরকে-র থেকে জানতে চান ‘শিবায়’ সম্পর্কে নেতিবাচক কথাবার্তা কেন তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন? এর উত্তরে কেআরকে বলেন এই কাজটি করার জন্য কর্ণ জোহর তাঁকে ২৫ লক্ষ টাকা দিয়েছেন।
এই কল রের্কডিং ‘ফাঁস’ হওয়ার পর কাজল নিজের টুইটার হ্যান্ডেলে শুধু একটি মাত্র শব্দ লেখেন, ‘শক্ড’।
এরপর কর্ণ জোহর তাঁর আত্মজীবনীতে খোলাখুলি বলিউডের অনেক ঘটনা, বহু তারকার সঙ্গে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুলেছিলেন। তবে সমস্ত বিতর্কিত তথ্যের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল কাজলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে। তিনি বলেন কাজল এক সময় তাঁর অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হলেও, আজ তাঁদের সম্পর্ক সম্পূর্ণ শেষ। অতীত হয়ে গেছেন কাজল তাঁর জীবনে। এই ঝগড়া এবং ভাঙনের জন্যে কর্ণ কাজলের স্বামী অজয় দেবগণকে দায়ী করেন।
কাজল এ প্রসঙ্গে প্রতিক্রিয়ায় বলেছিলেন, বইয়ের বিক্রি বাড়াতেই এই সব মন্তব্য করেছেন কর্ণ জোহর।
এখন চুপ থাকাটাই শ্রেয়, প্রাক্তন বন্ধু কর্ণ জোহর সম্পর্কে মন্তব্য কাজলের
ABP Ananda, web desk
Updated at:
05 Apr 2017 11:00 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -