কলকাতা: এই ছবি যেন প্রেমের দলিল। বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম এই ছবি রয়ে গিয়েছে সবার মনে। 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' (Dilwale Dulhaniya Lee Jayenge)। শাহরুখ খান (Shah Rukh Khan) ও কাজল (Kajol) অভিনীত এই ছবিটি পেরিয়ে গিয়েছে ২৯ বছর। আর সেই সিনেমাটির একটি ছবি দিয়েই সবাইকে 'করবা চৌথ'-এর শুভেচ্ছা জানালেন কাজল। কেন? এই ছবির সঙ্গে করবা চৌথের ঠিক কী যোগ, তা নতুন করে কাউকে বলে দিতে হবে কী? 


'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবিতে একটি গুরুত্বপূর্ণ দৃশ্য ছিল করবা চৌথকে নিয়েই। রাহুলের জন্য করবা চৌথ রেখেছিল সিমরণ। আর রাহুলের হাতে জল খেয়েই ভাঙ্গে সেই ব্রত। সিমরণ হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার অভিনয় করেন আর রাহুল গোটা বিষয়টা আঁচ করেই তাঁকে এসে জল খাইয়ে দেন। ব্যাস.. আর কি .. রাহুলের হাতেই ভাঙ্গে সিমরনের করবা চৌথ। আর তাই, এই ২৯ বছর পরে এখনও যেন করবা চৌথ বললেই মনে পড়ে রাহুল সিমরণের করবা চৌথের না ভোলার মতো সেই দৃশ্য। এত চরিত্র করার পরে কাজল নিজেও কি ভুলতে পেরেছেন? সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-র ছবি দিয়ে কাজল করবা চৌথের শুভেচ্ছা জানালেন। 


কাজল 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'-এর একটি পোস্টার শেয়ার করে নিয়েছেন, যেখানে রাহুল কাঁধে নিয়ে রয়েছে সিমরণকে। সেখানে কাজল লিখেছেন, '২৯ বছর আগের করবা চৌথ। তোমরা সবাই খিদে নিয়ে থাকো আর সাফল্যমন্ডিক করবা চৌথ হোক সবার। তোমরা ইচ্ছে হলে মারাঠা মন্দিরে গিয়ে ছবিটা আর একবার দেখে নাও। ছবিটা কিন্তু জিরো ক্যালোরি'। প্রসঙ্গত, ২৯ বছরে এই ছবি এখনও পুরনো হয়নি। ২৯ বছর পরেও যেন একেবারে একই এই ছবির আবেদন।


 






আরও পড়ুন: Shreya Ghoshal News: কলকাতায় এসে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সরব শ্রেয়া, গাইলেন, 'এ যে শরীরের চিৎকার, জাগে ভাঙনের শব্দে'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।