মুম্বই: ১৮ বছর হয়ে গেল, বিয়ে করেছেন কাজল ও অজয় দেবগণ। কিন্তু তাঁদের রোমান্সে ভাটা পড়েনি একটুও। আজ বিবাহবার্ষিকীতে অজয়ের সঙ্গে কাজল পোস্ট করলেন সেলফি।




নাইসা আর যুগের মা বাবা কাজল আর অজয় সুখে দুঃখে সব সময় পরস্পরকে সমর্থন করেছেন। অজয়ের পাশে দাঁড়ানোর জন্য পুরনো বন্ধু কর্ণ জোহরের সঙ্গে কাজলের বিচ্ছেদ পর্যন্ত হয়ে গিয়েছে। কিন্তু বলিউডের শ্রেষ্ঠ প্রতিভাময়ী অভিনেত্রী হিসেবে পরিচিত কাজল নিজের অবস্থান সব সময় স্পষ্ট করে দিয়েছেন।