কলকাতা: একসঙ্গে অভিনয় করেছিলেন ২০১৮ সালে, বলিউডের ছবি 'হেলিকপ্টার এলা' (Helicopter Eela)-তে। আর তারপরে, এখন, ২০২৪। কলকাতায় শ্যুটিং করতে হাজির কাজল (Kajol)। তাহলে ঋদ্ধি তাঁর সঙ্গে দেখা করবেন না তাও কি হয়? পার্কস্ট্রিটে শ্যুটিং করছিলেন কাজল আর সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে এলেন ঋদ্ধি সেন (Riddhi Sen)। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন এই ছবি। 


রবিবার, মেঘলা দিনে পার্কস্ট্রিটে নতুন ছবির শ্যুটিং করছিলেন কাজল। আর সেই ফাঁকেই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঋদ্ধি। সোশ্যাল মিডিয়ায় কাজলের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লেখেন, 'একজন মানুষ যে প্রত্যেক মুহূর্তে আমাদের অবাক করে। রিল আর রিয়েল লাইফের ব্যালেন্স যিনি দুর্দান্তভাবে নিয়ে চলেন,  তেমন মানুষের সঙ্গে দেখা করা সবসময় শান্তির, ভাললাগার অনুভূতি দেয়। একজন মানুষ কী অসম্ভব বুদ্ধিদীপ্ত আর সোনার মত হৃদয়। রবিবার, মেঘলা দিনে একটা বৃষ্টির মতো কথাবার্তা।'


রবিবার পার্কস্ট্রিটে শ্যুটিং করেছেন কাজল, সঙ্গে ছিলেন বাঙালি অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত (Indranil Sengupta)। মুম্বইতে একাধিক কাজ করেছেন ইন্দ্রনীল। নতুন ছবিতেও কাজলের সঙ্গে রয়েছেন তিনি। এছাড়াও এই ছবিতে রয়েছেন রণিত রায়। সদ্য এই ছবির শ্যুটিং করতে শান্তিনিকেতনে গিয়েছিলেন কাজল ও রণিত রায়। সেখান থেকে ফিরে কাজল মা তনুজা ও ছেলে যুগকে নিয়ে গিয়েছিলেন দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে।


এদিন কাজল পরেছিলেন একটি টকটকে লাল ফুল হাতা সালোয়ার কামিজ। চুল বাঁধা ছিল , চোখে বড় সানগ্লাস। সাদা সালোয়ার কামিজ পরেছিলেন তনুজা, সঙ্গে রঙিন ওড়না। তাঁরও চোখে ছিল সানগ্লাস। সাদা টিশার্ট পরেছিলেন যুগ, সঙ্গে ছাই রঙের প্যান্ট। মুখে হাসি মাখিয়ে তিনি পোজ় দেন মা ও দিদার সঙ্গে। কলকাতায় আসেননি স্বামী অজয় দেবগণ (Ajay Devgan)। স্বামীর জন্মদিনেও থাকতে পারেননি তিনি। কলকাতা থেকেই শুভেচ্ছা জানিয়েছিলেন স্বামীকে। 


 



 


আরও পড়ুন: Kangana Ranaut : 'রাজনৈতিক উচ্চাকাঙ্খার জন্য ইতিহাস বিকৃত করা উচিত নয়', কঙ্গনাকে ভর্ৎসনা নেতাজি-পরিবারের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।