কলকাতা: সন্দীপ রেড্ডি বঙ্গা (Sandeep Reddy Vanga) -র ছবিতে নেই, দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। পরিচালকের সঙ্গে কিছু মতের অমিল হওয়ায়, এই বিগ বাজেট ছবি ছেড়ে দিয়েছেন তিনি। ছবিটির নাম, 'স্পিরিট'। এই ছবিতে প্রভাস (Prabhash)-এর সঙ্গে দেখা যাওয়ার কথা ছিল, দীপিকা পাড়ুকোনকে। তবে তিনি আর এই ছবিতে থাকছেন না। তাঁর বদলে দেখা যেতে চলেছে তৃপ্তি দিমরি (Tripti Dimri) -কে। তবে কেন সন্দীপ রেড্ডি বঙ্গার ছবি থেকে সরলেন দীপিকা? একাধিক অমতের মধ্যে যে কারণটা সবচেয়ে চর্চিত, সেটা হল দীপিকা জানিয়েছিলেন, তিনি দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না। এখান থেকেই শুরু হয়েছিল মূল সমস্যা।
ছবি শুরু করার আগেই দীপিকা স্পষ্ট জানিয়ে দেন, পরিবারকে সময় দেওয়া তাঁর কাছে জরুরি। সেই কারণে তিনি দিনে ৮ ঘণ্টার বেশি কাজ করবেন না। এখানেই শেষ নয়, দীপিকা বলেছিলেন, ১০০ দিনের মধ্যে তাঁকে ছবি শেষ করতে হবে। তা যদি না হয়, তাহলে প্রত্যেক দিনের জন্য টাকা দিতে হবে তাঁকে। এই সমস্ত শর্তে রাজি ছিলেন না বঙ্গা। তিনি দীপিকাকে নারীবাদ নিয়ে খোঁটা দিয়েছিলেন। তবে এই ঘটনার পরে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে বলিউড। অনেকে যেমন বঙ্গার পাশে দাঁড়িয়েছেন, তেমন অনেকেই সমর্থন করেছেন দীপিকাকে। কাজের পাশাপাশি পরিবারকে সময় দেওয়া যে কতটা গুরুত্বপূর্ণ, সেই কথা জানিয়ে দিপীকার পাশে দাঁড়িয়েছেন সেফ আলি খান (Saif Ali Khan) থেকে শুরু করে অজয় দেবগণ (Ajay Devgan) পর্যন্ত। আর এবার, এই বিষয়ে মুখ খুললেন কাজল।
অভিনেত্রী দীপিকার পাশে দাঁড়িয়ে জানিয়েছেন, কাজের পাশাপাশি পরিবারকে সময় দেওয়াও ভীষণ গুরুত্বপূর্ণ। কাজল জানিয়েছেন, তিনি জীবনে কখনও দিনে ২০ ঘণ্টা কাজ করেননি। তিনি কেরিয়ারের শুরু থেকেই একেবারে স্পষ্ট ছিলেন যে তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্তই কাজ করবেন খালি। একটা সময় গিয়েছিল যখন কাজল 'ইউ মি অউর হাম' ছবির শ্যুটিং করছিলেন। সেই সময়ে কাজলের বাবা অসুস্থ ছিলেন। নাইসার বয়স তখন সবেমাত্র ২ বছর। সেই সময়ে প্রযোজক হিসেবে অজয় এটা নিশ্চিত করতেন যে কাজল যেন সময়ে বাড়ি ফিরতে পারেন। কাজলের কথায়, কাজের পাশাপাশি পরিবারকে সময় দেওয়া, কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়ানো সমান গুরুত্বপূর্ণ। পরিবারের পাশে না দাঁড়াতে পারলে সব কাজই অর্থহীন হয়ে যায়।