কলকাতা: করোনা কাঁটা সরিয়ে বাংলা ছবিতে অব্যহত লক্ষ্মীলাভ, মুক্তির প্রথম সপ্তাহান্তেই ১ কোটির ব্যবসা করল 'কাকাবাবুর প্রত্যাবর্তন' (Kakababur Protyaborton)। ট্যুইটারে ছবির সাফল্যের কথা শেয়ার করে নিলেন প্রযোজক মহেন্দ্র সোনি। 


'কাকাবাবু'-র মুক্তি পুজোর ছুটি পেল না, মুক্তির আগে এই আফশোস ঝরে পড়েছিল পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) থেকে শুরু করে পর্দার কাকাবাবু অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) গলায়। কেবল পুজো নয়, ক্রিসমাসের সময়ও মুক্তি দেওয়া যায়নি 'কাকাবাবু'-র। হলে দর্শক হওয়া নিয়ে আশঙ্কা দেখা গিয়েছিল পরিচালকের গলাতেও। কিন্তু সেই আশঙ্কা পেরিয়ে দর্শকরা ভিড় জমিয়েছেন 'কাকাবাবু'-কে দেখতে। শহর ও শহরতলির প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে 'কাকাবাবু'। সোমবার সকালে ট্যুইট করে মহেন্দ্র সোনি লিখেছেন, '১ কোটি ছাড়িয়ে গেল ৩ দিনে!' তার সঙ্গে রসিকতা করে জুড়ে দিয়েছেন একটা লাইন, 'কেমন লাগল?' 



একইদিনে মুক্তি পেয়েছে 'বাবা, বেবি ও'। ব্যবসার দিক থেকে অন্দরমহলের গল্প বলা এই ছবিকে পিছনে ফেলে দিয়েছে কাকাবাবু। দক্ষিণ আফ্রিকা ও কিনিয়ার রহস্যে ভর করে বক্স অফিসে জমিয়ে ব্যবসা করছে কাকাবাবু। ছবির সাফল্যে খুশি প্রযোজক, পরিচালক থেকে শুরু করে সমস্ত অভিনেতারা। চলতি সপ্তাহে 'কাকাবাবু'-র আরও সাফল্যের আশায় টিম 'কাকাবাবুর প্রত্যাবর্তন'।


এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে নতুন ছবির মুক্তি নিয়ে সৃজিত মুখোপাধ্যায় বলেছিলেন, 'থিয়েটারে মুক্তির দিক থেকে আরও একটু ভালো সময়ে ছবিটা মুক্তি পেলে ভালো লাগত। কিন্তু বাজেটের প্রায় পুরোটাই চলে আসছে ওটিটি আর স্যাটেলাইটের সঙ্গে বানিজ্যিক চুক্তি থেকে। তারাই বা আর কতদিন অপেক্ষা করবে। সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সিদ্ধান্তটাই সঠিক বলে মনে হয়েছে আমাদের।'


অনলাইন ক্লাস আর চার দেওয়ালের মধ্যে আটকে এখন যে সব খুদেরা, কাকাবাবু তাদের ছবি। 'কাকাবাবু' ছোটদের ছবি। একরত্তিদের জন্য কী বার্তা দিয়েছেন পরিচালক? এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে সৃজিত বলেছেন, 'আমরা সবাই বাড়িতে বন্দি। স্কুল-কলেজ বন্ধ, বেড়াতে যাওয়ার তো প্রশ্নই নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ছবিটা কিন্তু আফ্রিকা বেড়াতে যাওয়ার একটা বিশাল বড় সুযোগ। একা নয়, সঙ্গে কাকাবাবু, সন্তু আছে, আর আছে ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার। সবকিছু উপভোগ করতে 'কাকাবাবুর প্রত্যাবর্তন' দেখতে হবে বড়পর্দায়।