কলকাতা: বাংলার পর এবার হিন্দিতেও দাপট দেখাতে তৈরি 'কাকাবাবু'। আগামী ৪ ফেব্রুয়ারি বাংলার পাশাপাশি হিন্দিতে মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত 'কাকাবাবুর প্রত্যাবর্তন' (Kakababur Protyabartan)। এসভিএফ প্রযোজিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ((Prosenjit Chatterjee) ও আরিয়ান ভৌমিক পরিচালিত এই ছবি দুটি ভাষায় একই দিনে মুক্তি পাবে বড়পর্দায়। 


সুনীল গঙ্গোপাধ্যায়ের (Sunil Ganguly) লেখা কাকাবাবু সিরিজের 'জঙ্গলের মধ্যে একটি হোটেল' গল্প অবলম্বনে তৈরি হয়েছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। আফ্রিকার জঙ্গলের প্রেক্ষাপটে কাকাবাবু আর সন্তুর অ্যাডভেঞ্চারের গল্প বুনেছেন সৃজিত। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'কাকাবাবুর প্রত্যাবর্তন'-এর হিন্দি ট্রেলার। 


মুখ্যভূমিকায় প্রসেনজিৎ আর আরিয়ান ছাড়াও রয়েছে অনির্বাণ চক্রবর্তী। কাকাবাবু ফ্রাঞ্চাইজির তৃতীয় এই ছবির পর আপাতত 'কাকাবাবু'-কে নিয়ে ছবি স্থগিত রাখবেন সৃজিত। আপাতত 'ফেলুদা' নিয়ে ব্যস্ত তিনি। সেইসঙ্গে বলিউডে ছবি পরিচালনাতেও হাত দিয়েছেন সৃজিত। তাপসী পান্নুকে মুখ্য ভূমিকায় নিয়ে জোরকদমে চলছে 'শাবাশ মিঠু' ছবির কাজ। 


অদেখা ছবি পোস্ট করে নববর্ষের শুভেচ্ছা সিদ্ধার্থ-কিয়ারার


ছবি নিয়ে সৃজিত বলছেন, 'কাকাবাবুর প্রত্যাবর্তন-এর হাত ধরে সন্তু-কাকাবাবুর অ্যাডভেঞ্চারকে হিন্দিতে বড়পর্দায় আনার জন্য আমরা তৈরি। আগামী ৪ ফেব্রুয়ারি বাংলার সঙ্গে সঙ্গে হিন্দিতেও মুক্তি পাবে কাকাবাবু। আমার বিশ্বাস কাকাবাবুর অ্যাডভেঞ্চার কেবল বাংলা নয়, গোটা দেশের মানুষেরই মন ছুঁয়ে যাবে। হিন্দিতে এই ছবি মুক্তির সিদ্ধান্ত বাংলা সাহিত্যের সম্পদ কাকাবাবুকে দেশীয় জায়গায় পৌঁছে দেবে। বাংলার বাইরে মানুষ ইতিমধ্য়েই ব্যোমকেশ আর ফেলুদাকে চেনে। এবার কাকাবাবুকে বাংলার বাইরে তুলে ধরব ভাবতেই ভালো লাগছে।'


বড়দিনে মুক্তি পেয়েছিল 'কাকাবাবুর প্রত্যাবর্তন' ছবির বাংলা ট্রেলার।  'মিশর রহস্য' এবং 'ইয়েতি অভিযান'-এর দুর্দান্ত সাফল্যের পর ফের প্রসেনজিত চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), সৃজিত মুখোপাধ্যায় এবং আরিয়ান ভৌমিকের জুটিকে পেতে চলেছেন দর্শকরা। প্রকাশ্যে আসা বাংলা ট্রেলার ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। করোনা পরিস্থিতিতে প্রায় ২ বছর ধরে একাধিকবার পিছিয়ে গিয়েছে এই ছবির মুক্তি। তবু নতুন বছরে কাকাবাবুকে বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।