দক্ষিণ ২৪ পরগনা: গোসাবার (Gosaba) কুমিরমারিতে (Kumirmari) ঘুমপাড়ানি গুলিতে বাঘিনী (Tigress) কাবু হলেও বন দফতরের কর্মীদের সঙ্গে লুকোচুরি খেলছে চরঘেরি গ্রামের বাঘ (Tiger)।সকালে চার নম্বর মিত্রবাড়ি গ্রাম থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে চরঘেরি গ্রামে নতুন করে মিলল বাঘের পায়ের ছাপ।
Gosaba Tiger: ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘ, লোকালয় থেকে সরানো হচ্ছে রয়্যাল বেঙ্গলকে
জাল গিয়ে জঙ্গল ঘেরা হলেও, তিনদিন পর এখনও অধরা রয়্যাল বেঙ্গল। উল্টে গতকাল বাঘের হানায় আহত হন এক বনরক্ষী। আজ সকালে চরঘেরি গ্রামে নতুন করে বাঘের পায়ের ছাপ মেলায়, অবস্থান চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে বন দফতর। অন্যদিকে, গতকাল কুমিরমারিতে উদ্ধার হওয়া বাঘিনী এখন সুস্থ। তাকে সুন্দরবন ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বনকর্মীদের বক্তব্য, যে বাঘ শুক্রবার দেখা দিয়েছিল গোসাবার লাহিড়িপুরে, শনিবার তার হদিশ মিলেছে পাশের অঞ্চল সাতজেলিয়ায়। একদিনে প্রায় ৪ কিলোমিটার ঘুরে বেড়িয়েছে রয়্যাল বেঙ্গল। শনিবার সকালে সাতজেলিয়ার চার নম্বর মিত্রবাড়ির জঙ্গলের কাছে দেখা যায় পায়ের ছাপ।
বনকর্মীদের অনুমান, এই জঙ্গলে আপাতত ডেরা বেঁধেছে বাঘ। তাই কৌশল বদলানো হয়। বন দফতর সূত্রে খবর, বাঘ ধরতে দুটি খাঁচা পাতা হয়েছে। পাশাপাশি, গাড়াল নদীর ওপারে ঝিলার জঙ্গলে বাঘটি যাতে ফিরে যায় সেই চেষ্টাও চলছে। গোসাবার বিডিও বিশ্বনাথ চৌধুরী বলেন, "বন দফতর এলাকা নেট দিয়ে কভার করছে। সবাই মিলে আছি। বন দফতর নিরাপত্তা দিচ্ছে যাতে বাঘ না ঢোকে।।" সজনেখালি রেঞ্জ এর রেঞ্জার বিশ্বজিৎ দাস বলেন,"চেষ্টা করছি যাতে জঙ্গলের দিকে চলে যায়, যাতে নদীপথে চলে যায়, খাঁচাতে ধরা না পড়লে দফতরের সঙ্গে কথা বলে ঘুমপাড়ানি গুলির ব্যবহার হবে।"কয়েক দিন আগে কুলতলিতে অনেকটা এভাবেই জায়গা বদল করেছিল রয়্যাল বেঙ্গল।