নয়াদিল্লি: প্রেক্ষাগৃহে জোর কদমে চলছে প্রভাস (Prabhas), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অভিনীত 'কল্কি ২৮৯৮ এডি' (Kalki 2898 AD)। প্রায় ১৮ দিন পরে এখনও দর্শক টানছে এই ছবি। কত টাকার ব্যবসা করেছে এই ছবি এখনও পর্যন্ত? (Box Office Collection)


বক্স অফিসে 'কল্কি ২৮৯৮ এডি'র ব্যবসার পরিমাণ কত?


বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করছে 'কল্কি ২৮৯৮ এডি'। ১৮তম দিনে এই ছবির ব্যবসার পরিমাণ ১৬.২৫ কোটি টাকা, বলছে ইন্ডাস্ট্রি ট্র্যাকর Sacnilk। শেষ সপ্তাহান্তে আগের দিনের তুলনায় ১৪ জুলাইয়ের ব্যবসার পরিমাণ বেড়েছে প্রায় ১৩.২৪ শতাংশ। 


১৮তম দিনের শেষে এই ম্যাগনাম ওপাস বিশ্বজুড়ে ব্যবসার অন্য মাত্রায় পৌঁছচ্ছে। বিশ্বজুড়ে এই ব্যবসার পরিমাণ মোট ৯৩৫ কোটি টাকা। গোটা দেশদুড়ে এই ছবি এখনও পর্যন্ত ৫৮০.১৫ কোটি টাকার ব্যবসা করেছে বলে খবর, Sacnilk সূত্রে। 


এই ব্লকবাস্টার ছবিতে অশ্বত্থামার চরিত্রে দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। সম্প্রতি এই ছবি ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। এই উপলক্ষ্যে অনুরাগীদের সঙ্গে উচ্ছ্বাস ভাগ করে নিতে একটি ভিডিও শেয়ার করেন প্রভাস। তিনি সকলকে এই ছবিকে ভালবাসা দেওয়ার জন্য ধন্যবাদ জানান। অনুরাগীদের ছাড়া তিনি 'শূন্য' বলেও জানান প্রভাস।                                                            


মুক্তির তৃতীয় শুক্রবারে, বিশ্বজুড়ে এই কল্পবিজ্ঞান ঘরানার ছবি ১০০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে, জানাচ্ছেন ট্রেড অ্যানালিস্ট রমেশ ভাল্লা। গত বছর এই মাইলস্টোন পার করেছিল দুটি ছবি, শাহরুখ অভিনীত 'জওয়ান' ও 'পাঠান'। প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিজের তরফে ভৈরব, কর্ণ ওরফে প্রভাসের তরফে এই বার্তা শেয়ার করে নেওয়া হয়। 


আরও পড়ুন: Sohini-Shovan Wedding: গুঞ্জনে পড়ল সিলমোহর! বিয়ে সারলেন সোহিনী-শোভন


Sacnilk-এর তথ্য অনুযায়ী, রণবীর কপূরের 'অ্যানিম্যাল'কে টপকে এই ছবি সর্বোচ্চ আয় করা প্রথম ৫ ছবির তালিকায় প্রবেশ করেছে 'কল্কি ২৮৯৮ এডি'। নাগ অশ্বিণ পরিচালিত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায়ের মতো অভিনেতারা। গত ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।