বঢোদরা: ঘরের ছেলে ঘরে ফিরলেন। বঢোদরায় ফিরলেন হার্দিক পাণ্ড্য। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর এই প্রথমবার নিজের শহরে পা রাখলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার। ৩০ বছরের এই তারকা ক্রিকেটারকে বরণ করে নিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিলেন। হুডখোলা বাসে করে শহরে আসেন হার্দিক। বর্ণাঢ্য শোভাযাত্রায় নায়ক বরণ করা হয়। 


ভারতের সহ অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন হার্দিক। টুর্নামেন্টে যাওয়ার আগে তাঁকে নিয়ে দেশজুড়ে সমালোচনা হয়েছিল। তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা নিয়ে ফ্র্যাঞ্চাইজিকে সমালোচিত হতে হয়েছিল। এমনকী হার্দিককেও দেশের প্রতিটা প্রান্তে প্রতিটা মাঠে মুম্বইয়ের ম্যাচ থাকলেই সেখানে বিদ্রুপ করা হত। তবে সবকিছুর জবাব দেওয়ার জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চকেই বেছে নিয়েছিলেন হার্দিক। টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মোট ৬ ইনিংস খেলতে নেমে ১৪৪ রান করেছিলেন। ৪৮ গড়ে রান তুলেছেন তিনি। ১৫১.৫৭ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছিলেন অলরাউন্ডার। একটি অর্ধশতরানের ইনিংসও খেলেছিলেন। বল হাতেও কার্যকরী ভূমিকা নিয়েছেন হার্দিক বিশ্বকাপের মঞ্চে। আট ম্য়াচে মোট ১১ উইকেট নিয়েছিলেন হার্দিক। ফাইনালে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩ উইকেট নেন হার্দিক। 


 






বঢোদরার রাজপথে হার্দিককে বরণ করে নিতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন। হার্দিককে দেখা যায় ভারতীয় দলের জার্সিত পরে কালো ট্রাউজার পরে হাতে জাতীয় পতাকা নিয়ে। হুডখোলা বাসে করে এগোচ্ছিলেন তারকা অলরাউন্ডার। সমর্থকদের দিকে হাত নাড়াতেও দেখা যায় তাঁকে। 


রোহিত শর্মার ডেপুটি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেমেছিলেন হার্দিক। অথচ এই রোহিতের সঙ্গেই তাঁর সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা হয়েছিল আইপিএলের সময়। যদিও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর রোহিত নিজে হার্দিকের গালে চুমু খেয়েছিলেন। রোহিত অবসর নেওয়ার পর হার্দিককেই এখন ভারতীয় দলের পরবর্তী অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে। অন্তত টি-টোয়েন্টি ফর্ম্য়াটে আপাতত তাঁর ওপরই নেতৃত্বভার পরতে পারে। সামনেই শ্রীলঙ্কা সিরিজ। সেখানে হার্দিক ফিরলে তাঁকেই হয়ত অধিনায়ক হিসেবে দেখা যাবে। আবার জিম্বাবোয়ের বিরুদ্ধে গত পাঁচ ম্য়াচের টি-টােয়েন্টি সিরিজে জয় ছিনিয়ে নিয়েছে ৪-১ ব্যবধানে। সেখানে ভারতের অধিনায়ক ছিলেন শুভমন গিল। তাঁকেও অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে।