কলকাতা: ‘চাঁদের পাহাড়’-এর পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের নতুন ছবির বিষয় অসহিষ্ণুতা। আগামী ছবি ‘মুখোমুখি’-তে ফ্যাসিজম ও ধর্মীয় অসহিষ্ণুতাকে তুলে ধরবেন তিনি। ছবিতে অভিনয় করবেন পরিচালক অঞ্জন দত্ত। অন্যধরনের এক চরিত্রে দেখা যাবে তাঁকে। কমলেশ্বর জানিয়েছেন, ‘মেঘে ঢাকা তারা’ ছবিতে সে সময়ের সামাজিক পরিস্থিতি নিয়ে কিছু মন্তব্য করেন তিনি। কিন্তু ‘মুখোমুখি’ কথা বলবে ২১ শতকের বিষয় নিয়ে। তাঁর কথায়, সাম্প্রদায়িক অশান্তি, কৃষক আত্মহত্যা, সীমান্তে গোলাগুলিতে নিরীহের মৃত্যু-এ সব নিয়ে বহু কথা শুনছি আমরা। কিন্তু কিছু করতে পারছি কি? ‘মুখোমুখি’ ছবির চরিত্রদের সামনে বর্তমান সময়ের আয়না তুলে ধরবে, উন্মোচিত হবে তাঁদের বিবেক। অঞ্জন দত্ত রয়েছেন মুখ্য চরিত্রদের বিবেকের ভূমিকায়। এক মহিলা সাহিত্যিকের কণ্ঠে ছবির গল্প উন্মোচিত হবে। ছবিতে অঞ্জন ছাড়াও অভিনয় করছেন যীশু সেনগুপ্ত ও পায়েল সরকার।