কলকাতা: মধুচন্দ্রিমা থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) ও শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)। দুজনেরই প্রবল জ্বর। আর সেই কারণেই, মেয়ের বাড়িতে এসেছেন শ্রীময়ীর মা। কী করছেন তিনি? সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন শ্রীময়ী চট্টরাজ। 


সোশ্যাল মিডিয়ায় শ্রীময়ী যে ভিডিও শেয়ার করে নিয়েছেন, সেখানে তাঁর গলা শোনা গেলেও, তাঁকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে শ্রীময়ীর মাকে। তিনি বসে বসে রাধাবল্লভী তৈরি করছিলেন। সামনে  রাখা রয়েছে মালপোয়া। শ্রীময়ী সেই ভিডিওতেই জানিয়েছেন, তাঁর মা একেবারেই রান্না করতে ভালাবাসেন না। কিন্তু মেয়ে অসুস্থ সেই খবর পেয়েই বাড়িতে ছুটে এসেছেন মা। শ্রীময়ী তাঁর মায়ের কাছে আবদার করেছেন, জ্বরে মুখে রুচি ফেরানোর জন্য রাধাবল্লভী আর মালপোয়া করে খাওয়াতে। বাড়িতে জামাই রয়েছেন। তাই অভিযোগও জানাতে পারেননি শ্রীময়ীর মা। সেই কারণেই বসে বসে মালপোয়া তৈরি করেছেন। আর রাতের জন্য তৈরি করছেন রাধাবল্লভী আর আলুর দম। কেবল মেয়ে আর জামাইয়ের সৌজন্যেই এত রান্নাবান্নার আয়োজন করেছেন শ্রীময়ীর মা। 


সদ্য মলদ্বীপ থেকে মধুচন্দ্রিমা কাটিয়ে ফিরেছেন কাঞ্চন-শ্রীময়ী। কাজের কারণেই বিয়ের পরে মধুচন্দ্রিমায় যেতে পারেননি তাঁরা। সেই সময়ে সৃজিত মুখোপাধ্যায়ের 'সত্যি বলে সত্যি কিছু নেই'-এর শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন কাঞ্চন। ধারাবাহিকের কাজ করছিলেন শ্রীময়ীও। অবশেষে অবসর পেয়ে মলদ্বীপে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে প্রচুর ছবি শেয়ার করে নিয়েছেন কাঞ্চন-শ্রীময়ী দুজনেই। 


মলদ্বীপ যাওয়ার আগেই জন্মদিন গিয়েছে শ্রীময়ীর। বাড়িতে, পরিবারের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেছিলেন তিনি। আর তারপরেই উড়ে গিয়েছিলেন মলদ্বীপে। সেখানে গিয়েও জন্মদিন উদযাপন করেছেন শ্রীময়ী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন সেই সমস্ত ছবিও। শ্রীময়ীর কাছে জন্মদিনে উপহার ছিল এই ট্রিপ। তবে সেখান থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েছেন তারকা দম্পতি।


 






আরও পড়ুন: Anant-Radhika marriage: বিয়ের আসরেই বন্যপ্রাণ সংরক্ষণের বার্তা, বিশেষ পদক্ষেপ অনন্ত অম্বানির!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।