মুম্বই: গতকাল অর্থাৎ রবিবার সোশ্যাল মিডিয়ায় 'পাঠান' (Pathaan) ছবির প্রশংসা করেছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আর সেই সূত্রেই তুলে ধরেছিলেন, ধর্ম নিরপেক্ষভাবে ভারতীদের অভিনেতা অভিনেত্রীদের ভালবাসার প্রবণতা। কিন্তু সেই প্রশংসার জন্যও উরফি জাভেদের (Urfi Javed)-এর কটাক্ষের মুখে পড়লেন কঙ্গনা! পাল্টা উত্তর দিলেন তিনিও।
গতকাল ট্যুইটারে এক প্রযোজক 'পাঠান'-এর সাফল্যের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে পাঠানের এই বিশাল সাফল্যের শুভেচ্ছা। এর দ্বারাই প্রমাণিত হয়, হিন্দু ও মুসলমানরা সমানভাবে শাহরুখ খানকে ভালবাসেন। বয়কট ট্রেন্ড একটা ছবির সাফল্যে প্রভাব ফেলতে পারে না। ভারত ধর্মনিরপেক্ষ।'
এই ট্যুইটকে রিট্যুইট করে কঙ্গনা লিখেছেন, 'ভীষণ ভালভাবে বর্ণনা করা হয়েছে। এই দেশ খানেদের ভালবাসে এবং শুধুমাত্র খানেদেরই ভালবাসে। শুধু তাই নয়, মুসলিম অভিনেত্রীদের নিয়েও এই দেশ পাগল। আর তাই ভারতকে ফ্যাসিস্ট দেশ বললে খুব ভুল হবে। গোটা পৃথিবীতে ভারতের মতো আর কোনও দেশ নেই।'
আরও পড়ুন: Pathaan Film: 'ঈশ্বর আমাকে ব্যালকনির টিকিট দিয়েই রেখেছেন', অনুরাগীদের ভালবাসায় আপ্লুত কিং খান
কঙ্গনার এই ট্যুইটের পাল্টা ট্যুইট করে আজ উরফি জাভেদ লিখেছেন, 'হায় ভগবান। হিন্দু অভিনেতা, মুসলিম অভিনেতা.. এইসব বিভাজন কেন? শিল্পের কখনও শ্রেণী বিভাজন হয় না। ওঁরা শুধু অভিনেতা।'
ছাড়ার পাত্রী নন কঙ্গনাও। উরফির ট্যুইটের পাল্টা তিনি লেখেন, 'প্রিয় উরফি, সত্যিই এইসব শ্রেণীবিভাজন না থাকলে আমাদের ভারত আরও সুন্দর হতো। এই জাতিকে শ্রেণী বিভক্ত করতে দিয়েছে আমাদের সংবিধানই। আমরা যতদিন না ইউনিফর্ম সিভিল কোড (Uniform Civil Code) পাব, আমাদের শ্রেণী বিভাজন থাকবে। এসো আমরা নরেন্দ্র মোদির কাছে ইউনিফর্ম সিভিল কোড-এর দাবি জানাই। ২০২৪-এর ম্যানিফেস্টোয় যেন ইউনিফর্ম সিভিল কোড-এর কথা থাকে। আমরা কি এটা পারি?'