কঙ্গনাও আমার মেয়ে, ওর সম্পর্কে খারাপ কিছু বলব না, মন্তব্য মহেশ ভট্টর
Web Desk, ABP Ananda | 01 May 2019 06:54 PM (IST)
ট্যুইটে রঙ্গোলির দাবি, বলিউডে শুরুর দিকে কঙ্গনার সঙ্গে খারাপ ব্যবহার করতেন মহেশ। এমনকী, তিনি কঙ্গনার দিকে জুতো ছুঁড়েও মেরেছিলেন।
মুম্বই: কঙ্গনা রানাউতের বোন রঙ্গোলি চান্দেল খারাপ ব্যবহারের অভিযোগ করলেও, পাল্টা কোনও মন্তব্য করবেন না বলে জানালেন বলিউডের প্রবীণ চলচ্চিত্র নির্মাতা মহেশ ভট্ট। তিনি বলেছেন, ‘আমাদের নৈতিক শিক্ষা হল, সন্তানদের দিকে আঙুল তুলি না। ওরা আমাদের সন্তান। ওদের বিরুদ্ধে কিছু বললে উদ্দেশ্য সাধন হবে, কিন্তু আমাদের জীবনযাপনের সঙ্গে সেটার সংঘাত হবে। কঙ্গনা একজন সন্তান যার যাত্রা শুরু হয়েছিল আমাদের সঙ্গে। যদি ওর আত্মীয় কিছু বলে, তার পাল্টা আমি মন্তব্য করলে বিষয়টি দীর্ঘ হবে। মৃত্যু পর্যন্ত আমি সন্তানদের সম্পর্কে খারাপ কিছু বলব না।’ ২০০৬ সালে ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় কঙ্গনার। সেই ছবির প্রযোজক ছিলেন মহেশ। ট্যুইটে রঙ্গোলির দাবি, বলিউডে শুরুর দিকে কঙ্গনার সঙ্গে খারাপ ব্যবহার করতেন মহেশ। এমনকী, তিনি কঙ্গনার দিকে জুতো ছুঁড়েও মেরেছিলেন। এই অভিযোগের পাল্টা মন্তব্য করতে রাজি হননি মহেশ।