ভারতীয় দল থেকে বাদ পড়ার ফলে ফর্ম ও আত্মবিশ্বাস হারিয়েছি, বলছেন উমেশ যাদব
Web Desk, ABP Ananda | 01 May 2019 04:49 PM (IST)
গতবারের আইপিএল-এর সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন উমেশ। কিন্তু এবার তিনি মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারছেন না।
বেঙ্গালুরু: ভারতীয় দল থেকে বাদ পড়ার ফলেই ফর্ম ও আত্মবিশ্বাস হারিয়েছেন বলে দাবি করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার উমেশ যাদব। তিনি বলেছেন, ‘সবাই বলছে আমি ভাল বোলিং করছি না। কেন এটা হচ্ছে, সেই প্রশ্নও করছে অনেকে। এর কারণ, গত দু’বছরে আমি ঘরোয়া ক্রিকেটে সব ফর্ম্যাটে খেলেছি। কিন্তু তারপর খুব বেশি একদিনের আন্তর্জাতিক বা টি-২০ খেলিনি। আমাকে দু’তিনটি ম্যাচের জন্য দলে নেওয়া হয়েছে, তারপর ফের বাদ পড়েছি। সবাই ভাবছে আমি সেরাটা দিচ্ছি না। কিন্তু সেটা ঠিক নয়। সব ফাস্ট বোলারের ক্ষেত্রেই এটা হয়।’ উমেশ আরও বলেছেন, ‘অনেক সময় মাথায় বেশ কিছু জিনিস থাকে। অনেক সময়ই মনে হয়, আমার সময়টা ভাল যাচ্ছে না। এ বছর সেই সমস্যাই হচ্ছে। আমি ছন্দ পাচ্ছি না। এটা কেন হচ্ছে বলা কঠিন। সব বোলারের সঙ্গেই এটা হয়। আমাদের ভাল বা খারাপ সময় যায়। চার বা ছয় মাস ধরে আমি ঠিকমতো বোলিং করতে পারছি না।’ গতবারের আইপিএল-এর সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন উমেশ। কিন্তু এবার তিনি মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারছেন না। দলকে সাহায্য করতে না পারায় তাঁর খারাপ লাগছে বলে জানিয়েছেন এই পেসার।