বিকাশ বহেল সম্পর্কে কঙ্গনার ‘মি টু’-র বক্তব্যকে কটাক্ষ সোনামের,পাল্টা আক্রমণে ‘কুইন’-এর নায়িকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Oct 2018 04:34 PM (IST)
নয়াদিল্লি: নানা পাটেকর-তনুশ্রী দত্ত বিতর্কের মাঝেই আচমকা এক মহিলা কর্মী পরিচালক বিকাশ বহেলের নাম উল্লেখ করে, তার সঙ্গে হওয়া অশ্লীল ব্যবহারের কথা সংবাদমাধ্যমে ফাঁস করে দেন। ফ্যান্টম ফিল্মসের ব্যানারে ‘বম্বে ভেলভেট’ মুক্তির আগে প্রি-প্রোমোশনাল পার্টিতে সেই মহিলা সহকর্মীর সঙ্গে অশ্লীল আচরণ করেন বিকাশ। সেই ঘটনার প্রসঙ্গ টেনে মুখ খোলেন বিকাশ পরিচালিত ছবি ‘কুইন’-এর অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি ‘মি টু’ হ্যাসট্যাগ ব্যবহার করে, তাঁর সঙ্গে হওয়া অভব্য আচরণের কথা জানান। তবে কঙ্গনার বক্তব্য শুনে সোনাম কপূর বলেন, ‘কুইন’-এর নায়িকার কথা বিশ্বাস করা কঠিন। গুরুত্ব দেওয়া যায় না বলেও মন্তব্য করেন সোনাম কপূর। প্রসঙ্গত, ‘মণিকর্ণিকা’ ছবির প্রচারে গিয়ে বিকাশ বহেলের ঘটনার কথা উল্লেখ করে, তাঁর সঙ্গে কী করেছিলেন পরিচালক সেকথা জানান কঙ্গনা। অভিনেত্রীর কথায়, ‘কুইন’ ছবির শ্যুট চলাকালে প্রতি রাতে পার্টি করতেন বিকাশ। কঙ্গনা সেখানে যোগ না দেওয়ার জন্যে তাঁকে হামেশাই তুচ্ছ-তাচ্ছিল্য করতেন পরিচালক। পরে একদিন কঙ্গনাকে বিকাশ বলেন, তিনি তাঁকে শক্ত করে জড়িয়ে ধরতে চান। প্রসঙ্গত, কঙ্গনা বিকাশের বিরুদ্ধে ওই মহিলা কর্মীর করা অভিযোগকে সমর্থন করে বিকাশকেই একহাত নিয়েছেন। সেই মন্তব্যই ভাইরাল হওয়ার পর সোনাম বলেন, কঙ্গনাকে বিশ্বাস করা কঠিন। এই কথা সামনে আসার পরই ফুঁসে ওঠেন কঙ্গনা। তাঁর কথায়, তিনি ইন্ডাস্ট্রিতে এক দশকের ওপর পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছেন। কোনও পারিবারিক ছত্রছায়ায় নয়। তারপরই সোনামের উদ্দেশ্যে তাঁর সরাসরি প্রশ্ন তিনি অভিনেত্রী হিসেবেতো তেমন দাগ কাটতে পারেননি, ভাল বক্তা হিসেবেও সুনাম নেই। তাহলে সোনামের কেন হঠাত মনে হচ্ছে তিনি মিথ্যে বলছেন?