মুম্বই: মহিলা সাংবাদিকের আনা ‘অশালীন’ মন্তব্য ও অপেশাদার আচরণের অভিযোগের প্রেক্ষিতে ক্ষমা প্রার্থনা করলেন অভিনেতা-পরিচালক রজত কপূর। জানালেন, সারা জীবন তিনি ‘ভাল মানুষ’ থাকার চেষ্টা করেছেন। সম্প্রতি, নিজের #MeToo অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে এক মহিলা সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় খোলসা করেন, ২০০৭ সালে সাক্ষাৎকার দেওয়ার সময় কীভাবে রজত তাঁকে অপ্রস্তুত পরিস্থিতিতে পরেছিলেন, তা বিস্তারিতভাবে জানান। এরপরই রবিবার, ক্ষমা চেয়ে নেন রজত। টুইটারে তিনি লেখেন, যদি কখনও আমার পদস্খলন হয়ে থেকে থাকে, এবং আমার কাজ বা কথা কাউকে আঘাত করে বা কষ্ট দিয়ে থাকে, তাহলে আমি গভীরভাবে ক্ষমাপ্রার্থী। একইসঙ্গে আমি দুঃখিত যে আমি আরেকজন মানুষকে কষ্ট দিয়েছি। সারা জীবন আমি ভাল মানুষ থাকার চেষ্টা করেছি। এখন আরও বেশি করে সেই চেষ্টা করতে হবে।