মুম্বই: তাঁকে মু্ম্বই না আসার জন্য প্রকাশ্যে হুমকি দিচ্ছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। এমনই অভিযোগ করলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। অভিযোগ ভিত্তিহীন, পাল্টা প্রমাণ চাইলেন শিবসেনা সাংসদ।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর বলিউডে স্বজনপোষণ, মাদক-যোগ নিয়ে সরব হয়েছেন কঙ্গনা। নিশানা করেছেন একাধিক ব্যক্তিকে। এবার অভিযোগ তুললেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বিরুদ্ধে। বৃহস্পতিবার কঙ্গনার টুইট, ’’সঞ্জয় রাউত আমাকে প্রকাশ্যে হুমকি দিচ্ছেন আমি যেন আর মুম্বই না ফিরি। মুম্বইয়ের রাস্তায় আজাদি গ্রাফিতির পর এবার প্রকাশ্য হুমকি....কেন মু্ম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের মতো লাগছে?‘



দিনকয়েক আগে মনিকর্ণিকার অভিনেত্রী মন্তব্য করেছিলেন, মুভি মাফিয়াদের থেকেও মুম্বই পুলিশকে তিনি বেশি ভয় পান। এরপর থেকে সঞ্জয় তাঁকে হুমকি দিতে শুরু করেন বলে অভিযোগ কঙ্গনার।
তবে কঙ্গনার তোলা অভিযোগ অস্বীকার করেছেন শিবসেনা সাংসদ। এর সাপেক্ষে প্রমাণও দাবি করেছেন তিনি।
শিবসেনার সমালোচনায় সরব হয়েছে বিজেপি। বিজেপি নেতা রাম কদম কঙ্গনাকে ‘ঝাঁসি কি রাণী’ আখ্যা দিয়ে সঞ্জয়ের এ ধরনের মন্তব্যকে শোচনীয় বলেছেন। সুশান্তের মৃত্যু প্রসঙ্গ টেনে তিনি জানিয়েছেন, সুশান্তের পরিবারকে বিচার পাইয়ে দেওয়ার বদলে মাদক-মুভি মাফিয়াদের আঁতাত, স্বার্থ সুরক্ষিত করতেই মুম্বই পুলিশ বেশি ব্যস্ত। সেখানে কঙ্গনার মতো ঝাঁসি কি রাণী-র উপর এ ধরনের হুমকি প্রভাব ফেলতে পারবে না।
দিনকয়েক আগেই কঙ্গনা অভিযোগ করেছিলেন বলিউডের সব পার্টিতেই কোকেন হচ্ছে সবচেয়ে পরিচিত মাদক। বুধবার রণবীর সিংহ, রণবীর কপূর, ভিকি কৌশল এবং পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এই মাদক ব্যবহারের অভিযোগ এনেছেন অভিনেত্রী।
বুধবার প্রধানমন্ত্রীর দফতরকে ট্যাগ করে কঙ্গনা টুইট করেন, ’’মাদক পরীক্ষার জন্য রণবীর সিংহ, রণবীর কাপুর, ভিকি কৌশল ও অয়ন মুখোপাধ্যায়ের রক্তের নমুনা সংগ্রহ করা হোক। তাঁরা কোকেনে অভ্যস্ত বলে গুজব রয়েছে। সেটা মিথ্যা প্রমাণ করে দেখাক তাঁরা।পরীক্ষায় যদি কিছু ধরা না পড়ে, তা হলে তাঁরা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করতে পারবে।‘‘