মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকে নেট-দুনিয়ায় সমালোচিত হয়েই চলেছেন পরিচালক-প্রযোজক করণ জোহর। এবার অভিভাবকত্ব নিয়ে বই লিখে নেটিজেনদের সমালোচনার মুখে করণ।
ট্রোলিং আর করণ জোহর যেন সমার্থক হয়ে গিয়েছেন! গত জুনে সুশান্তের মৃত্যুর পর থেকে স্বজনপোষণের উদ্গাতা হিসাবে বারবার সমালোচিত হতে হয়েছে করণকে। আত্মজীবনী অ্যান আনসুটেবল বয় লেখার তিন বছর পর অভিভাবকত্ব নিয়ে একটি বই লিখেছেন তিনি। মঙ্গলবার তিনি ঘোষণা করেছেন তাঁর নতুন বইয়ের কথা-- দ্য বিগ থটস অব লিটল লাভ। যশ ও রুহিকে বড় করে তোলার অভিজ্ঞতা লিপিবদ্ধ ধরেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এই বইয়ের কথা জানিয়ে একটি মিষ্টি ভিডিয়ো পোস্ট করেছেন করণ। রয়েছে কিছু ছবিও। করণ লিখেছেন, ’’একজন ছেলে ও মেয়েকে বড় করে তোলার ক্ষেত্রে প্রথম থেকে কী ধরনের তফাৎ করা হয়। দুই যমজ সন্তান কী ভাবে ধীরে ধীরে নিজেদের মধ্যে ফারাক বুঝতে শিখল সে কথাও বলেছি।‘‘


এরপরই থেকেই ট্রোলড হতে শুরু করেন করণ। এক নেট নাগরিক লিখেছেন, আপনি খুন করেননি, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু করণ আপনি বলিডডে স্বজনপোষণ ছড়িয়েছেন। সুযোগ না দিয়ে প্রতিভাবানদের জীবন শেষ করে দিয়েছেন। কেউ আবার লিখেছেন, অভিভাবকত্ব নিয়ে বই লিখেছেন ভাল কথা। কিন্তু একজন বৃদ্ধের সন্তানকে আপনি প্রতিনিয়ত যেভাবে অসম্মানিত করেছেন বা চার বোনের এক ভাইয়ের সঙ্গে যা করেছেন, তার কী হবে? একজন বৃদ্ধের একমাত্র ছেলেকে খুন করার কী হবে? আবার কেউ লিখেছেন, আপনার এই নাটকে একেবারেই আগ্রহ নেই। এক নেটিজেনের কটাক্ষ, এই বইটিও সম্ভবত স্বজনপোষণের কাহিনিতে ভরা থাকবে।
সুশান্ত অনুরাগীদের এই ট্রোলিংই প্রমাণ, করণের বিরুদ্ধে তাদের ক্ষোভের আগুন এতটুকুও কমেনি।