পুলওয়ামা: শাবানা আজমি, জাভেদ আখতারকে দেশদ্রোহী বললেন কঙ্গনা রানাওয়াত
ABP Ananda, Web Desk | 16 Feb 2019 10:31 AM (IST)
মুম্বই: এবার জাভেদ আখতার ও শাবানা আজমিকে দেশদ্রোহী আখ্যা দিলেন কঙ্গনা রানাওয়াত। পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের মৃত্যুর পর এই মন্তব্য করেছেন তিনি। শাবানা, জাভেদের করাচিতে সাহিত্য অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। পুলওয়ামা হামলার জেরে সেই সফর বাতিল করেছেন তাঁরা। কিন্তু তাঁদের প্রস্তাবিত করাচি সফরকে টিপ্পনী করে কঙ্গনা বলেছেন, শাবানা আজমির মত লোক পাকিস্তানের সঙ্গে সাংস্কৃতিক আদানপ্রদান করেন। এঁরাই ভারত তেরা টুকড়ে হোগে গ্যাংকে প্রশ্রয় দেন। উরি হামলার পর যখন এ দেশে পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তখন ওঁদের করাচি সফর ঠিক করার দরকার কী ছিল। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি দেশদ্রোহীতে ভর্তি। আর পাকিস্তানকে নিষিদ্ধ করা নয়, আমাদের এই মুহূর্তে ওদের বিনাশ করার চেষ্টা করতে হবে। এখানেই থামেননি কঙ্গনা। কংগ্রেস নেতা ও পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিংহ সিধুর প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, ভারতের আজ রক্ত বইছে, আমাদের জওয়ানরা মারা যাচ্ছে আর লোকে অহিংসার লেকচার দিচ্ছে। অহিংসা আর শান্তির কথা বলা লোকজনের মুখে কালি মাখিয়ে গাধায় চড়িয়ে ঘোরানো উচিত। পুলওয়ামা হামলার পরেও সিধু বলেন, পাকিস্তানের সঙ্গে নষ্ট হওয়া সম্পর্ক শুধু আলোচনার মাধ্যমেই স্বাভাবিক করা সম্ভব, আলোচনাই এই সমস্যার সমাধান করতে পারে। এই মন্তব্যের জেরে গোটা দেশে সমালোচিত হয়েছেন তিনি।