মুম্বই: আজ বলিউড তারকা কঙ্গনা রানাউতের জন্মদিন। ৩৪ বছর বয়স হয়ে গেল তাঁর। ১৯৮৭ সালের ২৩ মার্চ জন্ম হয় এই অভিনেত্রীর। এবারের জন্মদিন তাঁর কাছে বিশেষ আনন্দের। কারণ, গতকালই ৬৭-তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কঙ্গনা। এর আগেও তিনি সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন। তবে এবার জন্মদিনের ঠিক আগে তিনি এই পুরস্কার পেলেন।  


গত বছর করোনা অতিমারীর কারণে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান করা সম্ভব হয়নি। বেশিরভাগ ছবিই মুক্তি পায়নি। সেই কারণে মূলত ২০১৯-এ মুক্তি পাওয়া ছবিগুলির ভিত্তিতে এবারের জাতীয় পুরস্কার প্রদান করা হয়েছে। ‘মণিকর্নিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ ও ‘পঙ্গা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার পেয়েছেন কঙ্গনা। এই নিয়ে চতুর্থবার জাতীয় পুরস্কার পেলেন তিনি।


জন্মদিনের ঠিক আগে জাতীয় পুরস্কার পেয়ে স্বভাবতই খুশি কঙ্গনা। তিনি একটি ভিডিও পোস্ট করে বলেছেন, ‘আমি মণিকর্নিকা ও পঙ্গা ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছি। আমি মণিকর্নিকা ছবিটি পরিচালনাও করেছি। পঙ্গা ছবিতে অভিনয় করেছি। দর্শক ও অনুরাগীদের ধন্যবাদ জানাই। জাতীয় পুরস্কারের জুরিদেরও ধন্যবাদ।’


২০০৮ সালে ‘ফ্যাশন’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন কঙ্গনা। এরপর ২০১৪ সালে ‘কুইন’ ছবির জন্য ফের সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। ২০১৫ সালে ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবির জন্যও জাতীয় পুরস্কার পান তিনি। ফের এই পুরস্কার এল তাঁর ঝুলিতে। অভিনেত্রী হিসেবে বরাবরই শক্তিশালী কঙ্গনা। তিনি যে ছবিগুলিতে অভিনয় করেন, প্রতিটিই দর্শকদের মনে ছাপ ফেলে যায়।


তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থলাইভি’-তে অভিনয় করেছেন কঙ্গনা। আজ এই ছবির ট্রেলার প্রকাশিত হওয়ার কথা। মুম্বই ও চেন্নাইয়ে একসঙ্গে প্রকাশিত হবে ট্রেলার। এজন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কঙ্গনা, পরিচালক বিজয় সহ ছবির সঙ্গে যুক্ত অনেকেরই এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা।