গ্বালিয়র: মধ্যপ্রদেশের গ্বালিয়রে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ১৩ জনের। মৃতদের মধ্যে ১২ জন মহিলা এবং একজন পুরুষ বলে জানা গিয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান এই ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে সাহায্য ঘোষণা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকাল সাতটা নাগাদ গ্বালিয়রের পুরানি ছাওয়ানি অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। বাসটি মোরেনার দিকে যাচ্ছিল। সেই সময় অটো রিকশার সঙ্গে বাসটির মুখোমুখি ধাক্কা লাগে। ১২ জন মহিলা এবং অটো রিকশার চালকের মৃত্যু হয়েছে। বাসের চালক পালিয়ে গিয়েছে। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
গ্বালিয়রের পুলিশ সুপার অমিত সাঙ্ঘী জানিয়েছেন, ‘যে মহিলারা এই পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাঁরা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার কাজ করতেন। তাঁরা সেই কাজ সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই আটজন মহিলা এবং অটো রিকশাটির চালকের মৃত্যু হয়। বাকিদের মৃত্যু হয় হাসপাতালে।’
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ট্যুইট করে জানিয়েছেন, ‘শোকাহত পরিবারগুলির পাশে আছি। তাঁরা যেন নিজেদের একা না ভাবেন। আমরা তাঁদের পাশে আছি। রাজ্য সরকার মৃত ব্যক্তিদের পরিবারকে চার লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেবে।’
এর আগে গত সপ্তাহেও মধ্যপ্রদেশে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের মন্ডলা জেলায়। একটি মিনি ট্রাক উল্টে গিয়ে পাঁচজনের মৃত্যু হয় এবং ৪৬ জন আহত হন। পটলা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। একটি গ্রামে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিরা। মৃতদের মধ্যে দুই মহিলা ও তিনজন পুরুষ।