মুম্বই:মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর অনিল দেশমুখের সমালোচনা করতে গিয়ে এবার মুম্বইয়ের তুলনা তালিবানের সঙ্গে করলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। মন্ত্রী কঙ্গনা সম্পর্কে বলেছিলেন, অভিনেত্রীর মুম্বইয়ে থাকার কোনও অধিকার নেই।
এর জবাবে কঙ্গনা তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘উনি আমার সাংবিধানিক অধিকার হরণের চেষ্টা করছেন। এক দিনেই পিওকে থেকে তালিবান!’



এই ট্যুইটের সঙ্গে কঙ্গনা একটি প্রতিবেদনের লিঙ্ক শেয়ার করেন। ওই প্রতিবেদন অনুযায়ী, দেশমুখ বলেছেন, কঙ্গনার মুম্বইতে থাকার কোনও অধিকার নেই এবং তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।

কঙ্গনা ট্যুইটে বলেছেন, ‘আমি দেখছি যে, কেউ কেউ আমার মুম্বই আসার নিয়ে হুমকি দিচ্ছেন। এখন আমি ঠিক করেছি, আগামী ৯ সেপ্টেম্বর মুম্বই ফিরছি। মুম্বই বিমানবন্দরে পৌঁছনোর সময়ও পোস্ট করব। কারুর বাবার ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখাক’।
মুম্বইয়ে কঙ্গনা ফিরে আসা নিয়ে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত যে মন্তব্য করেছিলেন তার জবাব দিতে গিয়ে অভিনেত্রী মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা করেন। আসলে কঙ্গনা ট্যুইট করে মুম্বই ও সেখানকার পুলিশের নিন্দা করেছিলেন। এই বক্তব্যের প্রতিক্রিয়া রাউত ওই মন্তব্য করেছিলেন যে, যদি কঙ্গনা রানাউতের মনে মুম্বই পুলিশকে নিয়ে কোনও সম্মান না থাকে, অভিনেত্রী মুম্বই পুলিশকে অপেশাদার ভাবেন তাহলে আমার বলব ওঁনার মুম্বই ফেরার দরকার নেই। এটা মুম্বই পুলিশের অপমান। স্বরাষ্ট্র মন্ত্রকের উচিত ওঁনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
লকডাউনের কারণে কঙ্গনা এখন তাঁর নিজের শহর মানালিতে রয়েছেন। সেখানে পরিবারের সঙ্গে দিনযাপন করছেন তিনি।