নয়াদিল্লি: পদ্মাবতী বিতর্কে দীপিকা পাড়ুকোনকে যে খুনের হুমকি দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে সই করতে রাজি হলেন না কঙ্গনা রানাওয়াত। ওই চিঠির পিছনে রয়েছেন শাবানা আজমি, আর তাতেই আপত্তি কঙ্গনার।
দীপিকাকে রাজপুত কার্ণি সেনা যে হুমকি দিয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে লেখা ওই চিঠিতে শাবানা ছাড়াও সই করেছেন বিদ্যা বালান, জয়া বচ্চন, কঙ্কনা সেনশর্মা, অনুষ্কা শর্মা ও ঐশ্বর্যা রাই বচ্চন। কিন্তু সই করেননি কঙ্গনা। কিন্তু সই না করার কারণ দীপিকার প্রতি কোনও অসন্তোষ নয়, সম্পূর্ণ ভিন্ন বলে জানিয়েছেন তিনি।
এই মুহূর্তে কঙ্গনা আছেন যোধপুরে, মণিকর্ণিকা ছবির শ্যুটিংয়ে ব্যস্ত তিনি। অন্য কোনও অভিনেত্রী এই চিঠির কথা মানতে না চাইলেও কঙ্গনা কিন্তু স্পষ্ট জানিয়েছেন, চিঠিতে সই করার কথা বলা হয়েছিল তাঁকে।
বলিউডের কুইন এক বিবৃতিতে বলেছেন, মণিকর্ণিকার শ্যুটিংয়ের সময় প্রিয় বন্ধু অনুষ্কা শর্মা ফোন করেন তাঁকে। বলেন, শাবানা আজমির লেখা একটি পিটিশনে সই করতে। তিনি অনুষ্কাকে বলেন, দীপিকার প্রতি তাঁর সম্পূর্ণ সমর্থন রয়েছে কিন্তু শাবানা বিষয়টিতে বামপন্থী বনাম ডানপন্থী রাজনীতি এনে ফেলায় তিনি উদ্বিগ্ন। দেশের পরিস্থিতি নিয়ে তাঁর নিজস্ব চিন্তাভাবনা ও মতামত রয়েছে। এখন এমন কেউ একজন দীপিকা বাঁচাও নামে নারীবাদী আন্দোলন শুরু করতে চাইছেন, যিনি কঙ্গনার সঙ্কটের সময় প্রকাশ্যে তাঁর চরিত্রহনন করেছেন। অনুষ্কা বিষয়টি বুঝেছেন, ব্যক্তিগতভাবে দীপিকার প্রতি কঙ্গনার সম্পূর্ণ সমর্থন রয়েছে কিন্তু অন্য কারও সমর্থন ছাড়াই তিনি কারও পাশে দাঁড়াতে পুরোপুরি সমর্থ।
শুধু কঙ্গনা একা এই পিটিশনে সই করেননি, এমন নয়। ক্যাটরিনা কাইফ সই করেননি, বারবার পদ্মাবতীর পক্ষে সরব হওয়া সত্ত্বেও সই করেননি আলিয়া ভট্ট। রিচা চাঢা জানিয়েছেন, তিনিও এই আবেদনে স্বাক্ষর দেননি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
পদ্মাবতী বিতর্ক: দীপিকা পাড়ুকোনের সমর্থনে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে সই করলেন না কঙ্গনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Dec 2017 08:59 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -