মুম্বই: সোজা কথা সোজাভাবে মুখের ওপর বলে দেওয়ার জন্য বিখ্যাত কঙ্গনা রানাওয়াত। নেহা ধুপিয়ার শো ‘নোফিল্টারনেহা’-য় হাজির হয়ে বলিউডের ‘কুইন’ এমন একটি মন্তব্য করেছেন, যা মাথা ঘুরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। তাও আবার অন্য কারও উদ্দেশ্যে নয়, বলিউড ছেড়ে হলিউডেও জমিয়ে বসা প্রিয়ঙ্কা চোপড়ার উদ্দেশ্যে। যে প্রিয়ঙ্কা আবার কঙ্গনার ভাল বন্ধু!
কঙ্গনা রানাওয়াত এসেছেন মানে হৃতিক রোশনের ব্যাপারে বেশ কিছু গরম কথাবার্তা শোনা যাবে। সাম্প্রতিককালে তেমনটাই দেখে এসেছে বলিউড। কিন্তু না, চমক দিতে অভ্যস্ত কঙ্গনার লেটেস্ট টার্গেট তাঁর 'ফ্যাশন' ছবির সহ অভিনেত্রী। ব্যাপার হল, নেহা ধুপিয়া কঙ্গনাকে প্রশ্ন করেন, কোন বলিউড সেলিব্রিটির হাসি সবথেকে নকল। হিমাচলের মেয়ে তক্ষুণি বলে দেন, পিসি এটা তো তুমি। প্রিয়ঙ্কা চোপড়ার নামের অদ্যক্ষর ধরে বলিউড তাঁকে পিসি বলেই ডাকে।
এখন বলিউডের তারকারা বেশিরভাগই দেখনহাসি বা দেঁতো হাসির জন্য পরিচিত। এত সব অনুষ্ঠানে গিয়ে এত লোকের মধ্যে তাঁদের বারবার হাজির হতে হয়, যে স্বাভাবিক থাকা রীতিমত কঠিন। তা বলে এভাবে প্রিয়ঙ্কার নকল হাসির কথা জনসমক্ষে কঙ্গনা বলে দেবেন, এটা কেউ ভাবেননি। কিন্তু সত্যিই কি দেখনহাসি হাসেন ‘কোয়ান্টিকো’ স্টার? আপনার কী মনে হয়?
এই বলিউড অভিনেত্রীর হাসি নকল!! তাই তো বলছেন কঙ্গনা
ABP Ananda, Web Desk
Updated at:
28 Oct 2016 09:39 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -