মুম্বই: গতকাল ৩০-এ পা দিয়েছেন কঙ্গনা রানাওয়াত। একের পর এক সোজাসাপটা মন্তব্যের জন্য বিখ্যাত কঙ্গনাকে বলিউডের কতজন অভিনন্দন জানিয়েছেন জানা নেই, তবে অনুরাগীরা মন খুলে শুভেচ্ছা জানিয়েছেন তাঁকে। বসে নেই কঙ্গনাও। কারও শুভেচ্ছা, প্রশংসার তোয়াক্কা না রেখে নিজেই নিজেকে জন্মদিনের উপহার দিয়ে ফেলেছেন। তা হল একটা বাংলো।
কঙ্গনা থাকেন মুম্বইয়ের খারে। বাড়ির কাছেই তিনি কিনেছেন নতুন এই বাংলোটি। এখন তিনি বাড়ি সাজানোয় ব্যস্ত।
জানা গিয়েছে, বাংলোটি তিনতলা। এখানে অফিসের কাজকর্ম করবেন কঙ্গনা। পরিচালনায় আসতে চলেছেন তিনি, তার কাজকর্মও হবে এখান থেকে। ভবিষ্যতে ছবি প্রযোজনারও ইচ্ছে রয়েছে তাঁর।
হিমাচলের মানালিতে কঙ্গনার বাড়ি যেমন পাহাড়ি এলাকায়, ঠিক তেমন পাহাড়ি চেহারা দিতে চান তাঁর এই বাংলোকে-পাথুরে মেঝে থেকে এবড়োখেবড়ো চাল, সব। এ জন্য এক ইন্টিরিয়র ডিজাইনারের পরামর্শও নিচ্ছেন তিনি।
রানি লক্ষ্মীবাঈয়ের জীবনের ওপর মণিকর্ণিকা বলে একটি ছবিতে এখন কাজ করছেন কঙ্গনা। এটি শেষ হয়ে গেলে শুরু করবেন ছবি পরিচালনা। তাঁর পরিচালিত প্রথম ছবির নাম সম্ভবত জানা যাবে এ বছরের মাঝামাঝি।
নতুন ছবিতে কাজ করা শুরুর আগে তিনি একবার সপরিবারে বৈষ্ণোদেবীও ঘুরে এসেছেন।
৩০ বছরের জন্মদিনে কঙ্গনা নিজেকে কী উপহার দিলেন জানেন? একটা বাংলো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Mar 2017 12:55 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -