লাহৌর: হোলি উত্সবে যোগ দিয়ে জঙ্গি সংগঠন ও মৌলবাদীদের নিশানায় পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়ার অস্থায়ী প্রধান হাফিজ আব্দুল রেহমান মাক্কি বলেছে, ভারত সরকারকে খুশি করার জন্য শরিফ হোলি উত্সবে সামিল হয়েছিলেন।
মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈদের শ্যালক মাক্কি সাংবাদিক বৈঠক করে বলেছে, ‘প্রধানমন্ত্রী ও শাসক দলের অন্যান্য ব্যক্তিরা ভারত সরকারকে খুশি করত হোলি উত্সবে যোগ দিয়েছিলেন। শাসকদের বুঝতে হবে যে, হিন্দু ও মুসলিম-দুটি পৃথক জাতি। তাদের সংস্কৃতি ও সভ্যতা আলাদা।তারা কখনওই একসঙ্গে থাকতে পারে না।
মাক্কির দাবি, ভারতের প্রতি বন্ধুত্বের হাত বাডিয়ে শরিফরা পাকিস্তানের আদর্শকেই দুর্বল করছেন’।
পাকিস্তানের আদর্শকে রক্ষা করে দেশকে শত্রুদের সঙ্গে লড়াইয়ের জন্য দেশকে তারা শক্তিশালী করে তুলবে বলেও দাবি মাক্কির।
উল্লেখ্য, করাচিতে হিন্দু সম্প্রদায়ের হোলির উত্সবে যোগ গিয়েছিলেন শরিফ।সংখ্যালঘুদের উদ্দেশে বার্তায় শরিফ জোর করে ধর্মান্তরণ এবং অন্য ধর্মের উপসনালয় ধ্বংস করার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এসব কাজকর্ম 'ইসলামে অপরাধ'।
মাক্কির আগে সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সাধারণ সম্পাদক আল্লামা আশরফ জালালিও শরিফের হোলি উত্সবে যোগদানের নিন্দা করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, শুধু ইসলামের অবমাননাই নয়, পাকিস্তানের ‘আদর্শগত ভিত্তি’কেই দুর্বল করেছেন শরিফ। এজন্য তিনি শরিফের বিরুদ্ধে ফতোয়ায় জারি করেছিলেন।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ভারত সরকারকে খুশি করতেই হোলি উৎসবে শরিফ: জামাত-উদ-দাওয়া
ABP Ananda, web desk
Updated at:
24 Mar 2017 10:16 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -