সম্প্রতি রাজকুমার রাওয়ের সঙ্গে তাঁর নতুন ছবি ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’-র প্রচারে ব্যস্ত কঙ্গনা। এই ছবির প্রচারে গিয়েই এক সাংবাদিকের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পরেছিলেন নায়িকা।
এবার ছবির প্রচারের সূত্রেই টিভির একটি জনপ্রিয় শো-তে এসেছিলেন কঙ্গনা। সেখানে সঞ্চালক বিভিন্ন কথোপকথনের মধ্যে তাঁকে একটি প্রশ্ন করেন, বলিউডের ‘হোম মিনিস্টার’ কাকে মনে করেন কঙ্গনা? কঙ্গনা সপ্রতিভভাবে এর উত্তরে নাম নেন করিনা কপূর খানের। সেখানেই থামেন নি তিনি, নিজের উত্তরের সপক্ষে যুক্তি দেখিয়ে তিনি বলেন- ‘করিনা যেভাবে তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্ক থেকে স্বামী, ছোট্ট পুত্রকে সামলাচ্ছেন আবার সেভাবেই নজর দিচ্ছেন নিজের কেরিয়ারে, তাতে এই তকমা বেবো-র ই প্রাপ্য।’ শো-র প্রোমোতে সামনে এসেছে এই অংশটি।
ভক্তদের প্রশংসা কুড়িয়েছে কঙ্গনার এই খোলামেলা উত্তর।
জুলাই মাসের ২৬ তারিখ মুক্তি পাবে ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’।