কলকাতা: গা ভরা সোনার গয়না, সবুজ লাল শাড়ি, মাথায় উঠেছে ঘোমটা। কপালে সিঁদুর টিপে যেন অচেনা কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। গোটা বলিউডে যিনি পরিচিত স্পষ্টবক্তা, ঠোঁটকাটা হিসেবে, আজ তিনি যেন কেমন অচেনা। জন্মদিনে অনুরাগী থেকে শুরু করে নিন্দুকদেরও ভালবাসার কথা শোনালেন বার্থ ডে গার্ল (Birthday Girl)। 


আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও পোস্ট করেন কঙ্গনা। সেখানে তিনি বলছেন, 'আজ আমার জন্মেন দিনটাতে আমার বাবা-মাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার কুলদেবী মা অম্বিকাজিকে অনেক প্রণাম,  যিনি আমায় জন্ম দিয়েছেন। আমার সমস্ত গুরু,  বিশেষত আমার আধ্যাত্মিক গুরু শ্রী সদ্‌গুরুজী,  স্বামী বিবেকানন্দ,  আমার সেই সব প্রশংসাকারী,  শুভাকাঙ্ক্ষী,  যাঁরা আমার সঙ্গে কাজ করেন,  যাঁদের জন্য আমি এত সাফল্য পেয়েছি তাঁদেরকেও অনেক ধন্যবাদ জানাই। আমার পরিবার, আমার বন্ধু, অনুরাগী... সব্বার প্রতি অশেষ কৃতজ্ঞতা।'                                                               


এখানেই থামলেন না কঙ্গনা। তিনি আরও বলেন, ‘আমার যে শত্রুরা কখনও আমায় শান্তিতে থাকতে দেননি,  আমায় লড়াই করতে শিখিয়েছেন,  তাঁদের প্রতিও আমি কৃতজ্ঞ। আমার কারও প্রতি কোনও রাগ নেই, ক্ষোভ নেই, ঘৃণা নেই। সবার জন্য আমার মনে কেবল স্নেহ আর ভালবাসা আছে। যদি দেশের ভালর জন্য বা ছবির মাধ্যমে আমি কখনও কারও ভাবাবেগে বা কাউকে আঘাত করে থাকি তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি সহজভাবে চিন্তা করি, সহজভাবে বাঁচতে ভালবাসি। শ্রীকৃষ্ণের কৃপায় আমায় জীবন সৌভাগ্যপূর্ণ।’


ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন রূপোলি পর্দার, ফ্যাশন দুনিয়ার। তাঁর কেরিয়ারও শুরু হয়েছিল সেভাবেই। কিন্তু কাজের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়েও বারে বারে চর্চায় থেকেছেন তিনি। কখনও প্রেম, কখনও বিচ্ছেদ আর দুর্দান্ত অভিনয়, ঠোঁটকাটা স্পষ্টবক্তা... কঙ্গনা রানাউত (Kangana Ranaut) বলিউডের অন্যতম বৈচিত্রময় চরিত্র বটে। আজ সেই অভিনেত্রীর ৩৬তম জন্মদিন। 





আরও পড়ুন: Kangana Ranaut: নিজের পরিচয় লুকিয়ে এক বিজ্ঞানীর সঙ্গে ডেট করেছিলেন কঙ্গনা, নেপথ্যে ছিল কোন প্রত্যাশা?