নয়াদিল্লি: তিনি চিরকালই স্পষ্টবক্তা। নিজের বক্তব্য, নিজের মতামত জোর গলায় পেশ করতে কখনওই পিছপা হন না তিনি। যার জন্য বিভিন্ন সময়েই ট্রোলের শিকারও (trolled) হন অভিনেত্রী। তবে থেমে যান না। তিনি কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর নতুন ছবি 'তেজস' (Tejas)। সকলকে ছবি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য উৎসাহিত করেছেন অভিনেত্রী। একটি ভিডিও শেয়ার করেন তিনি। কিন্তু তাতেও ট্রোলাররা তাঁর পিছন ছাড়েনি। এবার তাঁদেরই সপাট জবাব দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করলেন অভিনেত্রী। 


ফের ট্রোলের শিকার কঙ্গনা, জবাব দিলেন অভিনেত্রী


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তা শেয়ার করেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সেখানে তিনি জানান যে বিনোদন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে থিয়েটার অর্থাৎ প্রেক্ষাগৃহের টিকে থাকা কতটা প্রয়োজনীয়। সকলকে প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখার জন্য অনুপ্রাণিত করেন তিনি। কিন্তু এই কথাতেও ট্রোল তাঁর পিছু ছাড়েনি। এবার তাঁদের 'কুকথা'র জবাব দিলেন অভিনেত্রী। 


এদিন নিজের 'এক্স' হ্যান্ডলে (পূর্ববর্তী ট্যুইটার) একটি পোস্ট রিশেয়ার করেন তিনি। মূল পোস্টে দেখা যায় নায়িকার এক অনুরাগী ট্রোলারদের কটাক্ষ করে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন। অভিনেত্রীর 'তেজস' ছবি বক্স অফিসে বিশেষ ভাল আয় করতে পারছে না এখনও। সেই আবহে অভিনেত্রীকে যে ট্রোল করা হচ্ছে তার জবাব দিয়ে সেই অনুরাগীর পোস্ট এবং তা শেয়ার করে নিজেই মুখ খোলেন অভিনেত্রী। তিনি লেখেন, 'যাঁরা যাঁরা আমার খারাপ প্রার্থনা করছেন, তাঁদের জীবন চিরকালের মতো দুঃসহ হয়ে উঠবে কারণ তাঁদের বাকি জীবনটা প্রত্যেকদিন আমার উন্নতি দেখতে হবে। আমি মাত্র ১৫ বছর বয়সে খালি হাতে বাড়ি ছেড়েছি এবং সেই থেকে আমি নিজের ভাগ্য নিজেই কাটাছেঁড়া করছি এবং নারীর ক্ষমতায়ন ও আমার দেশ ভারতের জন্য উল্লেখযোগ্য কাজ করাই আমার ভাগ্যের লিখন তার অঢেল উদাহরণ আছে। আপনাদের নিজেদের মানসিক স্বাস্থ্যের জন্য অনুরোধ করছি আমার ফ্যান ক্লাবে যোগ দিন এবং বৃহত্তর ব্রহ্মাণ্ডের পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকুন, আমি চাই আমার শুভাকাঙ্ক্ষীরা যেন তাঁদের প্রতি সদয় হন এবং তাঁদের রাস্তা দেখান।'


 






আরও পড়ুন: Dance Bangla Dance: নাচের প্রতিযোগিতার মঞ্চে কে সেরা? শেষ দিনে স্মৃতি হাতড়ালেন মিঠুন, মৌনীরা


কঙ্গনা রানাউতের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'তেজস' একপ্রকার মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। ২৭ অক্টোবর মুক্তি পেয়েছে এই ছবি। তবে দর্শক সংখ্যা বিশেষ হয়নি। যদিও এরপর তাঁর হাতে একাধিক আকর্ষণীয় প্রজেক্ট রয়েছে। তার মধ্যে অবশ্যই রয়েছে বহু চর্চিত 'এমার্জেন্সি' যার মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে ২০২৪ সালে কারণ এই বছরের শেষ দিকে একাধিক বড় ছবি মুক্তির কথা রয়েছে। তাছাড়াও নতুন তিনটি প্রজেক্টের ঘোষণা করেছেন তিনি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial