মুম্বই: মাদকের সঙ্গে বলিউড অভিনেত্রীদের যোগাযোগের বিস্ফোরক দাবি করে শোরগোল ফেলে দিয়েছেন কঙ্গনা রানাউত। কঙ্গনা বলেছিলেন, বলিউডের সিংহভাগ তারকা মাদকাসক্ত। তাঁর সেই মন্তব্যে তখন বিরাট সমালোচনা হলেও এনসিবি তদন্তে নেমে অফিসাররা একের পর এক তারকার সঙ্গে মাদকের যোগের খোঁজ পেয়ে যাচ্ছেন বলে দাবি। আর সেই প্রেক্ষিতেই কঙ্গনা কটাক্ষ করেছেন, হায় রে, এখন নিশ্চয়ই সবাই আফশোস করছে যে সুশান্ত বেঁচে থাকলেই ভালো হতো, অন্তত মাদক নিয়ে এই ধরপাকড় শুরু হতো না।
বলিউড তারকাদের সঙ্গে মাদকচক্রের যোগাযোগ উদঘাটন করতে সব রকমের চেষ্টা চালিয়ে যাচ্ছে এনসিবি। সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত প্রথমে এসেছিল মুম্বই পুলিশের হাতে। ক্রমে আসরে নামে সিবিআই এবং ইডি। মাদকের গন্ধ পেয়ে তদন্তে নেমেছেন নারকোটিক্স সংক্রান্ত গোয়েন্দারাও। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে রিয়া চক্রবর্তী, সামুয়েল মিরান্ডা, দীপেশ সাওন্ত-সহ কয়েকজনকে। কে তারকাদের নিয়মিত মাদক সাপ্লাই দেন, কোথা থেকে কার হাত ঘুরে মাদক চলে আসছে স্টারদের পার্টিতে, তা তদন্ত করে দেখছেন গোয়েন্দারা। জেরার জন্য় তলব পাঠানো হয়েছে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর,রাকুল প্রীত সিং-তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। টুইট করে কঙ্গনা লিখেছেন, ড্রাগের মাফিয়া নিশ্চয়ই আফশোস করছেন নিষ্ঠুরতা, নীরবতার জন্য। মনে হচ্ছে সুশান্ত মারা না গেলেই ভালো হত। কঙ্গনা এমনকী কটাক্ষ করে বলিউডকে বুলি-উড বলেও সম্বোধন করেন।