RCB vs KXIP, IPL Match Preview: ঘুরে দাঁড়াতে মরিয়া পঞ্জাব, কুম্বলের দলের বিরুদ্ধে জয় ছাড়া কিছু ভাবছে না বিরাটের ব্যাঙ্গালোর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Sep 2020 06:01 PM (IST)
আইপিএল-এ আজ দু’দলের ২৫-তম সাক্ষাৎকার।
দুবাই: এবারের আইপিএল-এর ষষ্ঠ ম্যাচে আজ দুবাইয়ে কিংস ইলেভেন পঞ্জাবের মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। খেলা শুরু সন্ধে সাড়ে সাতটা থেকে। আইপিএল-এ আজ দু’দলের ২৫-তম সাক্ষাৎকার। এখনও পর্যন্ত দু’দলই ১২টি করে ম্যাচ জিতেছে। আজ জোরদার লড়াইয়ের অপেক্ষা। এবারের আইপিএল-এ নিজেদের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে সুপার ওভারে হেরে গিয়েছে পঞ্জাব। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর। ফলে নিজের দল নিয়ে খুব একটা চিন্তা নেই বিরাট কোহলির। তবে মিডল অর্ডার নিয়ে ভাবতে হচ্ছে পঞ্জাবের কোচ অনিল কুম্বলে ও অধিনায়ক রাহুলকে। আজও কি ক্রিস গেইলকে দলের বাইরে রাখা হবে? পঞ্জাব শিবির সূত্রে খবর, সেই সম্ভাবনা যথেষ্ট। ওপেন করতে পারেন রাহুল ও ময়ঙ্ক অগ্রবালই। ফলে গেইল এদিনও খেলার সুযোগ পাবেন না। প্রথম ম্যাচে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি করুণ নায়ার, গ্লেন ম্যাক্সওয়েল, নিকোলাস পুরানরা। আজ তাঁদের কাছ থেকে ভাল পারফরম্যান্সের আশায় দল। পঞ্জাবের অবশ্য বোলিং বিভাগ নিয়ে খুব একটা চিন্তা নেই। দিল্লির বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স দেখান বাংলার পেসার মহম্মদ শামি। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের পেসার শেল্ডন কট্রেলও ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সদস্য রবি বিষ্ণোই স্পিন বিভাগে নির্ভরতা দিচ্ছেন। বিরাটের দলের পেস বিভাগ ও স্পিন বিভাগ দুটোই শক্তিশালী। পেসারদের মধ্যে আছেন ডেল স্টেইন, উমেশ যাদব, নবদীপ সাইনি, শিবম দুবে। স্পিন বিভাগে প্রধান ভরসা যুজবেন্দ্র চাহল।