নাবালিকা অবস্থায় আদিত্য পাঞ্চোলির নির্যাতনের শিকার, স্ত্রীর সাহায্য পাননি, অভিযোগ কঙ্গনার
Web Desk, ABP Ananda | 02 Sep 2017 07:04 PM (IST)
মুম্বই: বাবার বয়সি আদিত্য পাঞ্চোলি তাঁর উপর শারীরিক নির্যাতন করেছিলেন বলে অভিযোগ করলেন কঙ্গনা রানাউত। তাঁর দাবি, সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর। তিনি আদিত্যর মেয়ের চেয়েও ছোট। অথচ তাঁকেই মারধর করে রক্তাক্ত করে দেন এই অভিনেতা। তাঁর স্ত্রী জারিনা ওয়াহাবের কাছে গিয়ে সাহায্য চান কঙ্গনা। কিন্তু জারিনা তাঁকে কোনওরকম সাহায্য করেননি। কঙ্গনা এর আগেও শারীরিক নির্যাতনের শিকার হওয়ার কথা বলেছিলেন। তবে কারও নাম করেননি। কিন্তু এবার সরাসরি আদিত্যর বিরুদ্ধে অভিযোগ করলেন। কঙ্গনা আরও বলেছেন, জারিনার কাছ থেকে সাহায্য না পেয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। কিন্তু পুলিশ আদিত্যকে সতর্ক করেই ছেড়ে দেয়।