নয়াদিল্লি: আপাতত নিজের নতুন ও বহুপ্রতীক্ষিত ছবি 'এমার্জেন্সি'র ('Emergency') প্রচারে ব্যস্ত কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যে তিনি এর আগে সলমন খান (Salman Khan), রণবীর কপূরের (Ranbir Kapoor) সঙ্গে সিনেমায় কাজের প্রস্তাব ফিরিয়েছেন। এমনকী সঞ্জয় লীলা ভনশালীকেও ফিরিয়ে দিয়েছেন যখন তিনি কঙ্গনাকে একটি আইটেম ডান্সের প্রস্তাব পাঠান। এবার এক নতুন সাক্ষাৎকারে অভিনেত্রী জানান যে অক্ষয় কুমারও (Akshay Kumar) তাঁকে একাধিক ছবির প্রস্তাব পাঠিয়েছেন কিন্তু প্রত্যেকটাই খারিজ করেছেন তিনি।
অক্ষয় কুমারের সঙ্গে কাজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন কঙ্গনা? কী বললেন অভিনেত্রী?
NBT এন্টারটেনমেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী কঙ্গনা রানাউত জানান অক্ষয় কুমার তাঁকে 'সিং ইজ ব্লিং' ছবির প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় যখন অক্ষয় তাঁকে কারণ জিজ্ঞেস করেন তখন কঙ্গনা বলেন, 'আমি বলি দয়া করে বুঝুন আপনারও একটা মেয়ে আছে। আমরা মহিলাদের জন্য সততা চাই।' কঙ্গনার দাবি তিনি অক্ষয়ের সঙ্গে কাজ করতে চাননি কারণ তাঁকে কোনও মর্যাদাপূর্ণ বা গুরুত্বপূর্ণ চরিত্র অফার করা হয়নি।
তিনি আরও বলেন, 'অক্ষয় কুমার আমাকে 'সিং ইজ ব্লিং' ছবির জন্য ডাকেন। তারপর আরও এক-দুটো ছবির প্রস্তাব দেন। তারপর তিনি জিজ্ঞেস করেন, 'তোমার কি আমার সঙ্গে কাজ করতে কোনও সমস্যা আছে কঙ্গনা?' আমি বলেছিলাম, 'স্যার, আমার আপনার সঙ্গে সত্যিই কোনও সমস্যা নেই।' তিনি তারপর জিজ্ঞেস করেন, 'তাহলে কেন? আমি তোমাকে এত ভাল চরিত্র দিচ্ছি।' আমি বলেছিলাম, 'দয়া করে বুঝুন। আপনারও মেয়ে আছে। আমরা মহিলাদের জন্য সততা চাই'।'
এর আগে সিদ্ধার্থ কন্ননকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন যে সলমন খানের 'বজরঙ্গী ভাইজান' ছবির অফার ফিরিয়েছিলেন তিনি। পরে সেই চরিত্রে দেখা যায় করিনা কপূরকে। এরপর কঙ্গনা সলমনের থেকে পাওয়া 'সুলতান' ছবির প্রস্তাবও ফেরান বলে জানান। তবে একইসঙ্গে অভিনেত্রী এও বলেন যে, এতগুলো ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়া সত্ত্বেও সলমন ওঁর সঙ্গে খুব ভাল ব্যবহার করেন।
আরও পড়ুন: 'Sholay' Screening: প্রায় ৫০ বছর পর ফের বড়পর্দায় 'শোলে', কবে কোথায় দেখা যাবে জয়-বীরুকে?
এতকিছুর মধ্যেও বিতর্ক পিছু ছাড়ে না অভিনেত্রীর। সমস্যার শুরু হয়েছে কঙ্গনা রানাউতের একটি বক্তব্য থেকে। তিনি সম্প্রতি কৃষক আন্দোলন নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেন কৃষক আন্দোলন কড়া হাতে দমন করা উচিত। নাহলে ভারতেও বাংলাদেশের মতোই পরিস্থিতি হতে পারে। মাণ্ডির সাংসদ বলেন, 'যেটা বাংলাদেশে ঘটেছে, সেটা এদেশে ঘটতেও দেরি হত না। যদি আমাদের প্রধান নেতৃত্ব বিষয়টা শক্ত হাতে না সামলাত। এখানে যে কৃষক আন্দোলন হয়েছিল, সেই অন্দোলনের সময়ও অনেক মৃতদেহ মিলেছে। ধর্ষণের ঘটনাও ঘটেছে। আর যখন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হল, তখন গোটা দেশ অবাক হয়ে গিয়েছিল। কৃষকরাও ভাবতে পারেননি যে, সত্যিই এই আইন প্রত্যাহার করে নেওয়া হবে। ওটা অনেক বড় পরিকল্পনা করা হয়েছিল। ঠিক যে ঘটনা বাংলাদেশে ঘটেছে।' এরপরেই শুরু বিতর্ক। বিজেপি সাংসদের বক্তব্যের বিরোধিতা করে বিজেপির তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়, এই বিবৃতি কঙ্গনার একেবারেই ব্যক্তিগত এবং ওটা পার্টির মত নয়। পার্টির মতের সঙ্গে এই মতামত মেলে না।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।