পুরানো চেহারায় ফেরার জন্য কী করছেন তিনি, জানিয়ে কঙ্গনা লিখেছেন, থালাইভির জন্য ২০ কেজি ওজন বাড়িয়েছিলাম। আমরা ছবির কাজ শেষ করে এনেছি প্রায়, আমার আগের চেহারায় ফিরে যেতে হবে। ক্ষিপ্রতা, তেজ, মেটাবলিজম, নমনীয়তা ফিরে পেতে হবে। সকালবেলা শারীরিক কসরত করে ফিট জীবনশৈলী অর্জনের লক্ষ্যে তাঁর সঙ্গে তারা সহমত কিনা, জানতে চান ভক্তদের কাছেও। ট্যুইটে লেখেন, সকাল সকাল ঘুম থেকে উঠে জগিং বা হাঁটাহাঁটি—কারা কারা আমার সঙ্গে আছেন?
ট্যুইটারে পোস্ট করা ছবিতে ‘তনু ওয়েডস মনু’ ছবির অভিনেত্রীকে দেখা যাচ্ছে, শরীরের সঠিক ভারসাম্য ধরে রাখতে মাল্টিকালার্ড যোগব্যায়ামের শর্টস, স্ট্রাইপড ব্রা পরে যোগব্যায়াম করছেন।