মুম্বই:  লতা মঙ্গেশকরকে 'যোগ্য সম্মান' দেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় এবার বিস্ফোরক কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। অস্কারে বলিউড গায়িকা লতা মঙ্গেশকরকে তাদের 'ইন মেমোরিয়াম' (In Memoriam) রিল থেকে বাদ দেওয়ার এক সপ্তাহ পরে, গ্র্যামি নিয়েও বিরক্ত অনুরাগীরা। কোকিলকণ্ঠী লতা মঙ্গেশকরকে গ্র্যামি থেকেও উপেক্ষা করা হল। আর এবার সেই বিষয়েই মুখ খুললেন বলিউডের 'লক্ষ্মীবাঈ'। 


 


গ্র্যামিতে কাকে কাকে সম্মান?


লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন অ্যারেনায় স্থানীয় সময় রবিবার রাতে অনুষ্ঠিত ৬৪তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডসে প্রয়াত ব্রডওয়ে সুরকার স্টিফেন সন্ডহেইমের প্রতি আন্তরিক শ্রদ্ধা প্রদর্শন করা হয়। ফু ফাইটারসের ড্রামার টেলর হকিন্স এবং অন্যান্য উল্লেখযোগ্য সঙ্গীত কিংবদন্তির প্রতিও শ্রদ্ধা জানানো হয়। কিন্তু সেই তালিকায় রইলেন না লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)।






 


 

 

বিস্ফোরক কঙ্গনা

 

সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লিখেছেন, 'স্থানীয় পুরস্কারের যে সমস্ত মঞ্চ নিজেদের আন্তর্জাতিক বলে দাবি করে তারা সঙ্গীতের একজন কিংবদন্তিকে যোগ্য সম্মান জানানোর থেকে বিরত থাকে। অস্কার এবং গ্র্য়ামিস, এই দুই অ্যাওয়ার্ড শো-ই লতা মঙ্গেশকরকে সম্মান জানাতে ব্যর্থ বল। সংবাদমাধ্যমের উচিত এই সমস্ত অ্য়াওয়ার্ড শো-কে বয়কট করা।' ইনস্টাগ্রাম স্টোরিতে এই কথা লিখেছেন রানাউত। আপাতত 'লক আপ'-শো-তে সঞ্চালনার দায়িত্বে রয়েছেন কঙ্গনা রানাউত।

 

সঙ্গীতের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা না জানানোয় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অনুরাগীরা। এমনকী কিছু অনুরাগী ক্ষোভ প্রকাশ করেছেন যে ১৫ ফেব্রুয়ারিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করা বাপি লাহিড়ীকেও শ্রদ্ধা জানানো হয়নি।