ভিলিনিয়াস, লিথুয়ানিয়া: ইউক্রেনের উপর হামলার কারণে এবার রাশিয়ার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ পূর্ব ইউরোপের একটি দেশের। এবার প্রতিবাদ করল লিথুয়ানিয়া (Lithuania)। সোমবারই ওই দেশটির তরফে বলা হয় সেদেশে থাকা রাশিয়ার (Russia) রাষ্ট্রদূতকে (envoy) দেশ ছাড়তে বলা হবে। পাশাপাশি মস্কোয় থাকা লিথুয়ানিয়ার রাষ্ট্রদূতকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, রাশিয়ার সঙ্গে সবরকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পথে হাঁটছে লিথুয়ানিয়া। ইউক্রেনে যুদ্ধ অপরাধ করছে রাশিয়ার সেনা। সেই কারণেই এই প্রতিবাদ বলে জানিয়েছে লিথুয়ানিয়া। ক্লাইপেডা (Klaipeda) বন্দর শহরে থাকা রাশিয়ার দূতাবাস বন্ধেরও সিদ্ধান্ত নিয়েছে বাল্টিক দেশটি।


কী বার্তা?
লিথুয়ানিয়ার বিদেশ মন্ত্রী গ্যাব্রিয়েলিয়ুস ল্য়ান্ডসবার্গিস (Gabrielius Landsbergis) বলেছেন, 'ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ান সেনাবাহিনীর তাণ্ডব, অত্যাচার এবং হামলার তীব্র বিরোধিতা করছি আমরা। বুচা শহরে গণহত্যারও তীব্র প্রতিবাদ করছি আমরা। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া এবং তার সেনাবাহিনী যে ধরনের অত্যাচার, যুদ্ধ অপরাধ করছে তা কখনও ভোলা হবে না।'    


লাটভিয়াও একই পথে?
শুধু লিথুয়ানিয়াই নয়, আরেকটি পূর্ব ইউরোপের দেশ লাটভিয়াও (Latvia) রাশিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কে লাগাম আনতে চলেছে বলে সূত্রের খবর। লাটভিয়ার বিদেশ মন্ত্রী এডগার্স রিঙ্কেভিকস  (Edgars Rinkevics) বলেছেন একথা। যদিও এখনও স্থায়ী কোনও সিদ্ধান্ত হয়নি। 


যুদ্ধ পরিস্থিতি:
ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে যুদ্ধ  পরিস্থিতি। একের পর এক প্রাণহীন দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে ইউক্রেনের ( Ukraine ) মাটিতে। তবুও যুদ্ধ থামার নাম নেই। ভয়ঙ্কর হয়ে উঠছে রুশ আক্রমণ। ক্ষেপণাস্ত্রের আঘাতে ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে সাধারণের দেহ। এই পরিস্থিতিতে ইউক্রেনে রাশিয়ার (Russia) বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে ফের সরব হলেন সে দেশের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কি ( Volodymyr Zelenskyy )। রুশ সেনা পিছু হটার পর ইউক্রেনের বুচায় (Bucha) দেখা গিয়েছে গণকবর।  সেই প্রেক্ষিতে জেলেনস্কি বলেছেন, অবfলম্বে রাশিয়ার যুদ্ধাপরাধ বন্ধ করতে হবে। ইউক্রেনের রাজধানীর সন্নিকটে বুচা শহরের একটি রাস্তায় কমপক্ষে ২০ জন সাধারণ মানুষের প্রাণহীন দেহ দেখা গিয়েছে।  কোনও দেহ ফুটপাথের উপর মুখ থুবড়ে পড়ে আছে , আবার একটার উপর আরেকটি লাশ পড়ে থাকার নির্মম ছবিও ধরা পড়েছে। যুদ্ধবিধ্বস্ত বুচার দৃশ্য বড়ই মর্মান্তিক। 


আরও পড়ুন: কোথাও সাইকেলেই আটকে দেহ, কেউ দগ্ধ হয়েছেন গাড়ির সিটেই, গা শিউরে ওঠা চিত্র বুচায়