কলকাতা: গত ২৬ মার্চ, ধাকড় রাম নামে রাজস্থানের যোজপুরের লুনির এক বাসিন্দাকে গ্রেফতার করা হয় সলমন খানকে (Salman Khan) হুমকি চিঠি পাঠানোর অভিযোগে। হেফাজতে রয়েছেন তিনি। ফোন কলের মাধ্যমে ভাইজানকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছিল। বান্দ্রা পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছিল। অভিযুক্ত তাঁর হুমকি মেলে উল্লেখ করেছিলেন যে সলমন খানের (Salman Khan) পরিণামও 'সিধু মুসেওয়ালা'র মতো হবে। 


সম্প্রতি এইপ্রসঙ্গে সলমন খানকে প্রশ্ন করা হলে তিনি জানান, 'আমার পক্ষে এখন রাস্তায় সাইকেল চালিয়ে একা কোথাও যাওয়া সম্ভব নয়। তার চেয়েও বড় কথা, এখন আমার এই সমস্যা হচ্ছে যে, আমি যখন ট্রাফিকের মধ্যে থাকি, তখন সেখানে এত নিরাপত্তা নিয়ে চলাফেরা করা সম্ভব নয়।  আমার নিরাপত্তা অন্যদের অসুবিধার সৃষ্টি করে। ফলে আমাকে খুব সাবধানে থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে।'


আরও পড়ুন...


Kale Health Benefits: সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?


তিনি আরও জানান, ' আমার মনে হয় দুবাইয়ে আমি সম্পূর্ণ নিরাপদ। ভারতের মধ্য়ে কিছু সমস্য়া আছে।দুবাইয়ে আমি নিশ্চিন্তে যেখানে সেখানে ঘুরতে পারি। ইদানীংকালে আমার সঙ্গে এত বন্দুক ঘোরে যে আমারই মাঝে মধ্য়ে ভয় লাগে।'


আর এবার সলমনের এই মন্তব্য়ের তীব্র প্রতিবাদ করলেন বলিউডের কুইন (Kangana Ranaut )। সাংবাদিকের প্রশ্নের উত্তরে সম্প্রতি কঙ্গনা মন্তব্য় করেন,'সলমনের নিরাপত্তা ভারত সরকার নিশ্চিত করেছে এবং দেশ নিরাপদ হাতে থাকায় তাঁর চিন্তা করার দরকার নেই।'


আরও পড়ুন...


Fennel Seeds: ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন?


তিনি (Kangana Ranaut ) আরও বলেন, 'আমরা অভিনেতা। সলমন খানকে কেন্দ্র থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছ থেকে সুরক্ষা পাচ্ছেন, সুতরাং ভয়ের কিছু নেই। আমাকেও হুমকি দেওয়া হয়েছিল এবং সরকার আমাকেও নিরাপত্তা দিয়েছে। আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।'


প্রসঙ্গত, একের পর এক হুমকি পাওয়ার পর সলমন খানের জন্য ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তার ব্যবস্থা করে মুম্বই পুলিশ। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে হুমকি চিঠি পাওয়ার পর মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছিল অভিনেতার জন্য।