নয়াদিল্লি: ২৩ মার্চ। ৩৫ বছর পূর্ণ করলেন বলিউডের অন্যতম আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এই বিশেষ দিন পরিবারের সঙ্গে বৈষ্ণো দেবী মন্দিরে (Vaishno Devi Temple) পুজো দিয়ে কাটাতে ব্যস্ত অভিনেত্রী।


বৈষ্ণো দেবী মন্দিরে ক্যাপশন


অভিনেত্রী কঙ্গনা রানাউত নিজের এই বিশেষ দিনটি ঈশ্বরের কাছে প্রার্থনা ও আধ্যাত্মিকতার উদ্দেশে উৎসর্গ করেন। পবিত্র স্থানে প্রার্থনা করেন তিনি। সেখান থেকে সুন্দর ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।


ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'আজ আমার জন্মদিন উপলক্ষ্যে ভগবতী শ্রী বৈষ্ণো দেবী জিকে দেখতে এলাম... তাঁর সঙ্গে আমার বাবা-মায়ের আশীর্বাদ এই বছর কাম্য। আপনাদের ভালবাসা এবং আশীর্বাদের জন্য সবাইকে ধন্যবাদ।'


 






'ক্যুইন' অভিনেত্রীর সাজ


'ক্যুইন' তারকা একটি নীল এমব্রয়ডারি করা কুর্তি, জমকালো লাল সালোয়ারের সঙ্গে হলুদ ওড়না পরেছিলেন। তাঁর সুন্দর লোকেশনের আভাসও মেলে ছবির পিছনে। তিনি তাঁর ভৈরব মন্দির পরিদর্শনের আরেকটি পোস্ট শেয়ার করেছেন।


 






কঙ্গনার বোন রঙ্গোলিও দিদির জন্য একটি মিষ্টি জন্মদিনের শুভেচ্ছা লিখতে তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন।


হিমাচল প্রদেশে জন্ম নেন অভিনেত্রী। একাধিক নারীকেন্দ্রিক ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত তিনি। ইতিমধ্যেই কঙ্গনার ঝুলিতে রয়েছে চারটি জাতীয় পুরস্কার, পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ২০২০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ছোটবেলা মা-বাবার কথা অনুযায়ী ডাক্তার হতে চেয়েছিলেন কঙ্গনা। তবে নিজের কেরিয়ার গুছিয়ে নিতে ১৬ বছর বয়সে পাড়ি দেন দিল্লি। সেখানে কিছুদিনের জন্য মডেলিং করেন। দিল্লিতে থিয়েটার পরিচালক অরবিন্দ গৌরের অধীনে প্রশিক্ষণ নিয়ে ২০০৭ সালে পা রাখেন বলিউডে। প্রথম ছবি 'গ্যাংস্টার'। প্রথমেই বাজিমাত। শ্রেষ্ঠ ফিমেল ডেবিউ হিসাবে পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।


আরও পড়ুন: MC Tod Fod Death: চার মাসে দু'বার হৃদরোগে আক্রান্ত হন ধর্মেশ পারমার, দাবি মায়ের