Rampurhat Violence : রামপুরহাট হত্যালীলার ঘটনায় পুলিশ মন্ত্রীর ইস্তফা চেয়ে মঙ্গলবার থেকেই সরব বিজেপি বিধায়করা। বুধবার কলকাতা থেকে চারটি বাসে করে বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গার নেতৃত্বে বকটুইয়ের উদ্দেশে রওনা দেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীরও এই দলে যোগ দেওয়ার কথা।

কাশ্মীরের মতো ঘটনা : দিলীপ ঘোষ 
এই ঘটনার প্রতিক্রিয়ায় দিলীপ ঘোষ সংবাদসংস্থাকে জানান, '' বীরভূম এমন একটা জেলা, যেখানে তৃণমূল পার্টি অফিসে ভূরি ভূরি বোমা পাওয়া যায়। তৃমমূল নেতার বাথরুমে বোমা পাওয়া যায়। মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় এসেছিলেন তখন বলেছিলেন, বদলা নয়, বদল চাই। কী বদল এল'' , প্রশ্ন তুললেন দিলীপ।


বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি প্রশ্ন তোলেন, কেন একজন জনপ্রতিনিধি খুন হওয়ার পরও নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হল না? '' ১৪ মাস আগে যখন তাঁর দাদা মারা যায়, তার তদন্তই বা ঠিক পথে কেন এগোয়নি? '' প্রশ্ন তুললেন তিনি। '' পুলিশ হতে দিয়েছে বলেই, এমন নৃশংস ঘটনা ঘটতে পারল। এটা তো কাশ্মীরের মতো ঘটনা ! '' বললেন তিনি। 


বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, '' রাজ্যপাল প্রতিক্রিয়া দিলে তাঁকে চমকাচ্ছেন মুখ্যমন্ত্রী। বেড়েই চলেছে রাজনৈতিক খুন, ধর্ষণ। '' অভিযোগ দিলীপের।  


 


 



৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী


অন্যদিকে, বকটুই গ্রামে হত্যালীলা নিয়ে ৭২ ঘণ্টার মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। আগামীকাল রাজ্যে আসছে বিজেপির ৫ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধিদল। দলে রয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন ডিজি ও রাজ্যসভার সাংসদ ব্রজলাল, মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার ও সাংসদ সত্যপাল সিং, প্রাক্তন আইপিএস অফিসার ও রাজ্যসভার সাংসদ কে সি রামমূর্তি, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ও প্রাক্তন আইপিএস অফিসার এবং বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ। বকটুইকাণ্ডের প্রতিবাদে আজ সংসদ ভবনে বিক্ষোভ দেখাবেন বিজেপি সাংসদরা।