নয়াদিল্লি: ১৯৭৫ সালের ২৫ জুন। দেশজুড়ে জরুরি অবস্থা (emergency) ঘোষণা করা হয় এই দিনে। আর সেই দিনটি স্মরণ করে বিশেষ পোস্ট করলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। কী পোস্ট করলেন অভিনেত্রী?


'জরুরি অবস্থা' নিয়ে কঙ্গনার পোস্ট


১৯৭৫ সালে 'জরুরি অবস্থা' ঘোষণার পরের দিনের একটি সংবাদপত্রের প্রথম পাতা শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। পোস্টে জানা গেল, আগামী ছবি 'এমার্জেন্সি'তে ইন্দিরা গাঁধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। 


এদিন স্টোরিতে অভিনেত্রী লেখেন, 'পৃথিবীর সাম্প্রতিক ইতিহাসে এগুলো ছিল সবচেয়ে নাটকীয় ঘটনা। আজকে যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল এবং এর পরিণতি কী হয়েছিল। এর কেন্দ্রে ছিলেন বিশ্বের সবচেয়ে ক্ষমতা সম্পন্ন নারী। এটি তার নিজস্ব একটি গ্র্যান্ড স্কেল মহাকাব্যিক চলচ্চিত্রের যোগ্য। পরের বছর প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে 'ইমার্জেন্সি'র সঙ্গে।'


কঙ্গনা রানাউতের প্রযোজনায় তাঁর আগামী রাজনৈতিক ঘরানার ছবিতে তাঁকে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সূত্রের খবর, এই ছবিতে 'জরুরি অবস্থা' ও 'অপারেশন ব্লু স্টার'-এর কাহিনি তুলে ধরা হবে।


 






আরও পড়ুন: 'JugJugg Jeeyo' Box Office Collection: প্রথম দিনে কত টাকার ব্যবসা করল বরুণ-কিয়ারার 'যুগ যুগ জিও'?