বলিউডে যৌন নিগ্রহ নিয়ে এত বিতর্ক, কেন চুপ কর্ণ জোহর, শাবানা, প্রশ্ন কঙ্গনার
ABP Ananda, Web Desk | 15 Oct 2018 02:17 PM (IST)
মুম্বই: মি টু প্রসঙ্গে এবার শাবানা আজমি ও কর্ণ জোহরের সততা নিয়ে প্রশ্ন তুললেন কঙ্গনা রানাওয়াত। তিনি জানতে চেয়েছেন, কেন এঁরা এত বড় ইস্যুতে এখনও মুখ খুলছেন না। কঙ্গনা নিয়ে অভিযোগ করেছেন, কুইন পরিচালক বিকাশ বহেল যৌন নিগ্রহ করেন তাঁকে। তিনি এবার বলেছেন, মি টু নিয়ে তিনি রোজ মুখ খুলছেন কিন্তু আরও বেশি লোকজনের এ নিয়ে প্রতিবাদ করা উচিত বিশেষ করে যাঁরা বেশি গুরুত্বপূর্ণ। শাবানা আজমি ও কর্ণ জোহরের মত লোকের এ নিয়ে কথা বলা উচিত। কঙ্গনা আরও বলেছেন, কর্ণের কফি উইথ কর্ণ শো-এর প্রোমো দেখেছেন তিনি, তাতে উনি কুরুচিকর কথাবার্তা বলছিলেন। কে কার সঙ্গে শুয়েছে, মেয়েদের বার্বি ডলের মত দেখতে লাগছে- এই সব। এ সব চলতে পারে না, যে সব পুরুষেরা মেয়েদের জামাকাপড়ের মত ব্যবহার করে তাদের মাথায় তোলা যাবে না। এ ধরনের ঘটনায় কেন কোনও মহিলাকে মর্যাদা দেওয়া হয় না? আমাদের সামনে এগনোর সময় এসেছে, তাঁর বক্তব্য। কঙ্গনার আরও প্রশ্ন, প্রথম সারির নায়িকারা কেন নিজেদের মি টু অভিজ্ঞতার কথা চেপে রেখেছেন? যখন বলিউডে এত বড় ঝড় বইছে তখন নায়িকারা চুপ কেন? এখনও পর্যন্ত শুধু তিনিই নিজের মি টু মুহূর্তের কথা খোলাখুলি জানিয়েছেন। বাকিদেরও সামনে আসা উচিত।