নয়াদিল্লি: নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে অনুরাগীদের প্রিয় তারকার কাছে পৌঁছে যাওয়াটা ইদানিং যেন একটা চল হয়ে উঠেছে। কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রাজকোট ও হায়দরাবাদ-দুটি টেস্টেই মাঠে ঢুকে পড়েছিল ভারতের অধিনায়ক বিরাট কোহলির অনুরাগী। এবার একই ঘটনার মুখোমুখি হতে হল সীমিত ওভারের ক্রিকেটে ভারতীয় দলে কোহলির সহকারী রোহিত শর্মাকেও। রবিবার বিজয় হজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল চলাকালে ওই ঘটনা ঘটে।
বিহারের দেওয়া ৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রোহিত মুম্বইয়ের ইনিংসের শুরুটা খুব ভালো করেন। দশম ওভার সম্পূর্ণ হওয়ার পরই এক অনুরাগী দৌড়ে মাঠে ঢুকে পড়ে রোহিত পা ধরে ফেলে।
নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে ছুটে এসে ওই ব্যক্তিকে বাইরে নিয়ে যান। এতে অবশ্য খেলায় কোনও ব্যাঘাত হয়নি। ৪৩ বলে ৩৩ রান করে অপরাজিত থেকে মুম্বইয়ের জয় নিশ্চিত করেন তিনি।