নয়াদিল্লি: পিছিয়ে গেল কঙ্গনা রানাউত (Kangana Ranaut) ও রাঘব লরেন্সের (Raghava Lawrence) নতুন ছবি 'চন্দ্রমুখী ২'-এর মুক্তির তারিখ। নির্মাতাদের তরফে বলা হচ্ছে যে প্রযুক্তিগত দেরির কারণে পিছোচ্ছে মুক্তির তারিখ। পি বাসু পরিচালিত এই ছবি ১৯ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সেই তারিখ পিছিয়ে দেওয়া হল। কবে মুক্তি পাচ্ছে 'চন্দ্রমুখী ২' (Chandramukhi 2)? 


কবে মুক্তি পাচ্ছে 'চন্দ্রমুখী ২'?


১৯ সেপ্টেম্বর নয়, 'চন্দ্রমুখী ২' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২৮ সেপ্টেম্বর। 'লাইকা প্রোডাকশন'-এর তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ঘোষণা করা হয়েছে যে 'চন্দ্রমুখী ২ ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রযুক্তিগত দেরির কারণে। ভেত্তাইয়ান ও চন্দ্রমুখী আরও ভয়ঙ্কর হয়ে ফিরতে চলেছে। বাড়তি ট্রিটের সঙ্গে দেখা হবে প্রেক্ষাগৃহে।'


তামিল হরর কমেডি ঘরানার ছবি 'চন্দ্রমুখী'র সিক্যুয়েল 'চন্দ্রমুখী ২'। প্রথম ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল রজনীকান্ত ও জ্যোতিকাকে। নাম ভূমিকায় দেখা যাবে কঙ্গনা রানাউতকে। চন্দ্রমুখী রূপে কঙ্গনাকে এক নর্তকীর চরিত্রে দেখা যাবে, যিনি ভেত্তাইয়ান রাজার দরবারে নৃত্য পরিবেশন করেন। 


 






সম্প্রতি দক্ষিণের অভিনেত্রী জ্যোতিকার মুখে শোনা যায় কঙ্গনার প্রশংসা। তিনি বলেন কঙ্গনা 'ভারতীয় সিনেমার প্রতিভাবান অভিনেত্রীদের অন্যতম' এবং তিনি এও জানান যে কঙ্গনার কাজের ভক্ত জ্যোতিকা। মহিমা নাম্বিয়ার, লক্ষ্মী মেনন, ওয়াদিবেলু, সৃষ্টি দাঙ্গে, রাধিকা সরৎকুমার, ওয়াই জি মহেন্দ্রান, রবি মারিয়া প্রমুখকে দেখা যাবে এই ছবির নানা গুরুত্বপূর্ণ চরিত্রে। 


আরও পড়ুন: India's Richest Film Producer: সম্পত্তির মূল্য ১৯০০০ কোটি টাকা, এই ব্যাক্তিই ভারতের সবচেয়ে ধনী প্রযোজক


অন্যদিকে, অতীত ভুলে সম্প্রতি কিং খানের উচ্ছ্বসিত প্রশংসা করতে দেখা যায় কঙ্গনা রানাউতকে। ৭ সেপ্টেম্বর, মুক্তি পায় শাহরুখের 'জওয়ান'। সেই ছবি দেখে এসে কঙ্গনা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, 'শাহরুখ খানের সংগ্রাম সমস্ত শিল্পীদের জন্য় একটা মাস্টারক্লাস। তিনি হলেন সিনেমার ঈশ্বর। আপনার  অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং নম্রতার মাথা নত করতেই হয়।' উল্লেখ্য, কিছুদিন আগেই পরিচালক কর্ণ জোহর ও শাহরুখ খানকে একযোগে মুভি মাফিয়া বলে দাগিয়েছিলেন কঙ্গনা রানাউত। প্রিয়ঙ্কা চোপড়ার হলিডউ পাড়ি দেওয়ার প্রসঙ্গে টেনে তিনি বলেছিলেন, 'কর্ণ এবং শাহরুখ বন্ধুত্বের কথা সবসময়ই তুলে ধরা হয়, কিন্তু এঁদের সঙ্গে মিলে মুভি মাফিয়ারা দুর্বল বহিরাগতদের কোণঠাসা করে দেয়, এবং প্রিয়ঙ্কাকে ক্রমাগত হয়রান করা হচ্ছিল। আর এই কারণেই ভারত ছাড়তে বাধ্য় হন তিনি।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial