কলকাতা: ধর্ষণের হুমকি পাচ্ছেন অভিনেত্রী সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)! সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে সেই কথাই বলেছেন কঙ্গনা। কৃষক আন্দোলন নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করার জেরে কটাক্ষের শিকার হয়েছিলেন কঙ্গনা। আর এবার, তিনি নাকি ধর্ষণের হুমকি পাচ্ছেন, এই অভিযোগও করলেন তিনি।  সদ্য IANS-কে দেওয়া একটি সাক্ষাৎকারে কঙ্গনা বলেছেন, 'এবার তো আমার কাছে ধর্ষণের হুমকিও আসছে। বলা হচ্ছে কঙ্গনা নিশ্চয়ই জানে ধর্ষণ কী? এটা তো ধর্ষণের হুমকিই। কিন্তু এভাবে আমার প্রতিবাদকে থামানো যাবে না।'


সদ্য দেওয়া একটা সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, 'কিছু মানুষ তো রীতিমতো বন্দুক হাতে তৈরি রয়েছে আমার মাথা তাক করে। কিন্তু ওরা জানে না, বন্ধুকের ভয়ে ভীত হয়ে যাওয়ার পাত্রী আমি নই।' এরপরে কঙ্গনা বলেন, 'এবার তো আমার কাছে ধর্ষণের হুমকিও আসছে। বলা হচ্ছে কঙ্গনা নিশ্চয়ই জানে ধর্ষণ কী? এটা তো ধর্ষণের হুমকিই। কিন্তু এভাবে আমার প্রতিবাদকে থামানো যাবে না।'


কাজের ক্ষেত্রে, সামনেই কঙ্গনার একটি নতুন ছবি মুক্তি পাচ্ছে। ৬ সেপ্টেম্বর মুক্তি পাবে কঙ্গনার নতুন ছবি 'ইমার্জেন্সি'। কঙ্গনার দাবি, এই ছবি মুক্তি নিয়েও তিনি সমস্যায় পড়েছেন। বিরোধী দল থেকে তাঁর ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে।


অন্যদিকে, সম্প্রতি কৃষক আন্দোলন সংক্রান্ত মন্তব্য করেও বিতর্কে জড়িয়েছিলেন কঙ্গনা। কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা রানাউতের একটি বক্তব্য থেকেই সমস্যার সূত্রপাত। কঙ্গনা রানাউত সম্প্রতি কৃষক আন্দোলন নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন কৃষক আন্দোলন কড়া হাতে দমন করা উচিত। নাহলে ভারতেও বাংলাদেশের মতোই পরিস্থিতি হতে পারে। মাণ্ডির সাংসদ বলেন, 'যেটা বাংলাদেশে ঘটেছে না, সেটা এদেশে ঘটতেও দেরি হত না। যদি আমাদের প্রধান নেতৃত্ব বিষয়টা শক্ত হাতে না সামলাত। এখানে যে কৃষক আন্দোলন হয়েছিল, সেই অন্দোলনের সময়ও অনেক মৃতদেহ মিলেছে। ধর্ষণের ঘটনাও ঘটেছে। আর যখন কৃষি আইন প্রত্যাহার করে নেওয়া হল,  তখন গোটা দেশ অবাক হয়ে গিয়েছিল। কৃষকরাও ভাবতে পারেননি যে, সত্যিই এই আইন প্রত্যাহার করে নেওয়া হবে। ওটা অনেক বড় পরিকল্পনা করা হয়েছিল। ঠিক যে ঘটনা বাংলাদেশে ঘটেছে।' কঙ্গনার এই মন্তব্যের বিরোধিতা করে বিজেপির তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়, এই বিবৃতি কঙ্গনার একেবারেই ব্যক্তিগত এবং ওটা পার্টির মত নয়। পার্টির মতের সঙ্গে এই মতামত মেলে না।


 


 






 


আরও পড়ুন: Shahid-Meera: রণবীর কপূরের এই চরিত্রটি শাহিদ পেলে খুশি হতেন স্ত্রী মীরা, সেটি কী?


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।