কলকাতা: তাঁরা কিন্তু বলিউডের পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম। বছরের পর বছর পার হয় তাঁদের বিয়ের আর যেন আরও একটু বেশি করেই পোক্ত হয় তাঁদের সম্পর্ক। ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কইফ (Katriana Kaif)। তবে জানেন কি, ঘরের চার দেওয়ালের ভিতরে তাঁদের দাম্পত্য কেমন? সেখানের সবটাই কি মধুর নাকি কখনও সখনও ঝগড়াও হয়? ভিকির সঙ্গে কী নিয়ে সবচেয়ে বেশি লড়াই হয় ক্যাটরিনার? সেই কথাই একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন ভিকি কৌশল। 


সদ্য কফি উইথ কর্ণ (Koffee with Karan)-এ এসে ভিকি জানিয়েছিলেন, ক্যাটনিরা কাইফের সঙ্গে তাঁর সবচেয়ে বেশি ঝগড়া হয় আলমারির জায়গায় নিয়ে। বিশাল ক্লজেটের অধিকাংশতেই নাকি ক্যাটরিনার পোশাক থাকে। প্রায় দেড়খানা ঘর জুড়ে ক্যাটরিনার জিনিস রাখা। ভিকি জানিয়েছিলেন ঘরে তাঁর পোশাক বা অন্যান্য জিনিস রাখার জায়গা ধীরে ধীরে কমছে। আপাতত ঘরে মাত্র একটি কাপবোর্ডে নিজের যাবতীয় জিনিস রাখেন ভিকি। অভিনেতার আশঙ্কা, খুব শীঘ্র সেটাও কমে গিয়ে অভিনেতাকে মাত্র একটি ড্রয়ার দেওয়া হবে তাঁর যাবতীয় জিনিস রাখার জন্য। 


ক্যাটরিনার কথাতেই বাড়িতে একটি বার কাউন্টার বসিয়েছেন ভিকি। ক্যাটরিনার খুব শখ ছিল বাড়িতে একটি বার কাউন্টার থাকবে। সেই শখ পূরণ করতেই বাড়িতে একটি বার কাউন্টার বসিয়েছেন তাঁরা। ক্যাটরিনা ভিকি আর অনুষ্কা ও বিরাট কোহলি একই অ্যাপার্টমেন্টের বাসিন্দা। বান্দ্রার সমুদ্রমুখী একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বিয়ের পরে সংসার পেতেছেন ভিকিও ক্যাটরিনা। 


কাজের ক্ষেত্রে, সামনেই মুক্তি পাবে ভিকি কৌশলের নতুন ছবি 'ছাবা'। আপাতত তার প্রচারেই ব্যস্ত ভিকি। এর আগে মুক্তি পেয়েছিল 'ব্যাড নিউজ়'। বক্সঅফিসে ভালই ব্যবসা করেছিল এই ছবি। ভিকির বিপরীতে এই ছবিতে দেখা গিয়েছিল তৃপ্তি দিমরিকে। এখনও একসঙ্গে কোনও সিনেমা করেননি ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফ।    


 






আরও পড়ুন: Deepika-Ranveer: দীপিকা-রণবীরের প্রেমের খবর ফাঁস করে দিতে চেয়েছিলেন কর্ণ! বাধা দিয়েছিলেন প্রিয়ঙ্কা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।