মুম্বই: সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা রানাউত কিছু না কিছু করতেই থাকেন। কখনও কোনও স্টারপুত্রের বিরুদ্ধে নেপোটিজমের অভিযোগ তুললেন। কখনও মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করলেন। তো কখনও আবার কৃষক আন্দোলনরত বৃদ্ধা সম্পর্কে বিরূপ মন্তব্য করলেন। আর এবার তিনি করেছেন আরও অন্য এক কান্ড। মেক্সিকো ভ্রমণের একটি পুরনো ছবি হঠাৎ করে পোস্ট করে দিয়েছেন তিনি। ছবিতে কঙ্গনাকে পিছন দিক থেকে দেখা যাচ্ছে। সমুদ্রের দিকে তাকিয়ে তিনি বসে আছেন লাল-কালো বিকিনি পরে। প্রায় উন্মুক্ত পিঠ ও উরু। একঢাল খোলা কোঁকড়া চুল। বালির উপর উপুড় করে রাখা একটি বই। আর এরপরেই নেট দুনিয়ায় ট্রোলড হন তিনি। কঙ্গনাও পাল্টা জবাব দেন।
ইনস্টাগ্রাম পোস্টটির সঙ্গে নায়িকা লেখেন, ''সুপ্রভাত বন্ধুরা, আমার ঘোরা, দেখা দেশগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় মেক্সিকো। সৌন্দর্য যেমন আছে, তেমনই অনিশ্চয়তায় ভরা। এই ছবিটি মেক্সিকোর ছোট্ট দ্বীপ টুলুম-এ তোলা।'
কিছু নেটিজেন কঙ্গনাকে আক্রমণ করে কমেন্ট লেখেন, ' এ কেমন সংস্কৃতি?' কেউ আবার মন্তব্য করেছেন, 'নিজেকে ঝাঁসির রানি বলেন, আর এদিকে সোশ্যাল মিডিয়ায় বিকিনি পরিহিত ছবি পোস্ট করছেন, আপনার লজ্জা হওয়া উচিত।' কেউ বা বলেছেন, 'ওই যে দেখুন সকলে, ঝাঁসির রানি কেমন নিরাবরণ হয়ে সমুদ্রতটে বসে!'
ট্রোলড হয়ে চুপ থাকার মানুষ অন্তত কঙ্গনা কিছুতেই নন। তিনি ঝটিতি জবাব দিয়েছেন, ''কিছু মানুষ আমার বিকিনি পরা ফটো দেখে ধর্ম ও সংস্কৃতি নিয়ে জ্ঞান দিচ্ছেন দেখছি কিন্তু স্বয়ং মা ভৈরবী যদি খোলা চুলে, বসন ত্যাগ করে, রক্ত পান করার বিভঙ্গে সকাশে আসেন, তাহলে আপনারা কী বলবেন? ধর্মের পথ অনুসরণ করুন, কিন্তু ধর্মের দাদা হওয়ার চেষ্টা করবেন না, জয় শ্রী রাম।''
কঙ্গনার যুক্তিপূর্ণ এই কড়া জবাবে তাঁর ফ্যানরা আবার অনেকেই তাঁকে সমর্থন করেছেন।