নয়াদিল্লি: আগেই শোনা গিয়েছিল যে এবার ওটিটিতে রিয়েলিটি শো (Reality Show) নিয়ে আসতে চলেছেন প্রযোজক একতা কপূর (Ekta Kapoor)। কথা মতো বৃহস্পতিবার সেই অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিক সম্মেলন করলেন তিনি। ঘোষণা করলেন তাঁর নতুন অনুষ্ঠানের নাম, 'লক আপ' (Lock Upp)। সঞ্চালনার দায়িত্বে অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। অনুষ্ঠানটি অল্ট বালাজী (ALTBalaji) এবং এমএক্স প্লেয়ার (MX Player) দুই অনলাইন প্ল্যাটফর্মেই দেখতে পাওয়া যাবে। একতার কথায় এই অনুষ্ঠানটি 'সত্য ও বিতর্কে ভরপুর' হবে। অনুষ্ঠানে মূলত দেখা যাবে প্রতিযোগীরা কারাগারে আবদ্ধ থাকবেন এবং তাঁদের মুক্তি নির্ভর করবে সঞ্চালিকার ওপর।
মুম্বইয়ে অনুষ্ঠিত গ্র্যান্ড ইভেন্টে যদিও শোয়ের ধরণ সম্পর্কে বিশেষ খোলসা করেননি কঙ্গনা বা একতা কেউই। একতা জানান ১৬ জন তারকা প্রতিযোগী থাকবেন এই অনুষ্ঠানে যাঁদের লক আপে আটকে রাখা হবে, কঙ্গনা তাঁদের সঞ্চালক হিসেবে ভাগ্য নির্ধারণ করবেন। 'এটি কঙ্গনার লক আপ। ও দায়িত্বে থাকবে।' এরপর মজা করে একতা বলেন, 'ওর নামে বেশ কিছু এফআইআর হয়েছে এতদিন। এবার ও নিজেও কিছু FIR দায়ের করতে পারবে।'
একতা কপূরের কথায় এই অনুষ্ঠানের পুরো কনসেপ্ট এখানেই নতুন করে ভাবা হয়েছে এবং এমন নয় যে এটি পাশ্চাত্যের কোনও অনুষ্ঠানের অনুকরণ। একতা বলেন, 'গত দুই বছরে, এমন কিছু সেলিব্রিটি আছেন যাঁরা FIR, আইনি ফি শব্দগুলি শোনেননি। সুতরাং, এই একটি শো এল যেখানে লোকেরা জামিনের ধারণা নিয়ে জেলে বন্দি থাকবেন। এটি ভরতের জন্য একটি বিশাল রিয়েলিটি শো। আমরা ইন্ডিয়ায় থেকে ভারতকে ভুলে গেছি। আমাদের আন্তর্জাতিক ফর্ম্যাটের প্রয়োজন পড়ে না। কেন ওখান থেকে কপি করতে যাব আমরা?'
আরও পড়ুন: Gangubai Kathiawadi: প্রকাশ পেল 'গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' ছবিতে অজয় দেবগণের প্রথম লুক
প্রায় একই ধরনের কনসেপ্ট 'বিগ বস' অনুষ্ঠানেরও। সেখানে প্রতিযোগীরা ঘরবন্দি থাকেন। সেই ব্যাপারেও নাম না করে কটাক্ষ করেন একতা। তিনি বলেন, 'গত দুই বছর ধরে সকলেই ঘরে বন্দি। তাতে নতুন কিছুই নেই। নতুন হচ্ছে জেলে বন্দি হওয়া।'
একতা বলেন যে ভারতে প্রথমবার একটি রিয়েলিটি শোতে, কোন প্রতিযোগীকে রাখা হবে এবং কাকে বাদ দিতে হবে তার ৫০ শতাংশ ক্ষমতা সঞ্চালিকা - কঙ্গনার কাছে থাকবে। কঙ্গনা বলেন, 'আমি শোয়ের সঙ্গে জড়িত হতে চাই। আমি প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হতে চাই এবং আমি জানি যেহেতু আমার হাতে ৫০ শতাংশ ক্ষমতা থাকবে, তাঁরাও আমার অংশগ্রহণ চাইবেন। সুতরাং, আমি অংশগ্রহণের জন্য খুব উন্মুক্ত। আমার জীবন একটা খোলা বইয়ের মত।'